
রাজধানীর তুরাগের ধউর এলাকা থেকে নিখোঁজ হন মিরাজ (১৯)। বুদ্ধিপ্রতিবন্ধী এই সন্তানকে খুঁজতে রাস্তায় রাস্তায় ঘুরছেন বাবা-মা।
আজ থেকে ঠিক ১৬ দিন আগে নিখোঁজ হন মিরাজ। এরপর থেকে বিভিন্ন স্থানে হন্যে হয়ে ঘুরছেন বাবা কালাম শেখ ও মা মিনা আক্তার। এ ঘটনায় গত ৮ জুলাই তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন কালাম। ডায়েরি নম্বর ৩৯৯।
কালাম শেখ দিনমজুর। গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলার বিলখেতুপাড়া গ্রামে। অভাব অনটনের কারণে প্রায় এক যুগ আগে বুদ্ধিপ্রতিবন্ধী সন্তানকে নিয়ে জীবিকার সন্ধানে ঢাকায় আসেন। দিনমজুরের কাজ করে কোনো রকম দিনাতিপাত করেন এবং প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা করান। কিন্তু সন্তানের অবস্থার কোনো উন্নতি হয়নি।
আজ শনিবার দুপুরে আব্দুল্লাহপুর-নবীনগর সড়কের বেড়িবাঁধ এলাকায় এই দম্পতির সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তাঁরা জানান, গত ৬ জুলাই রাতে ধউর এলাকায় তাঁদের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন মিরাজ। পুলিশকে জানিয়েছেন। পাশাপাশি নিজেদের মতো করে সন্তানের ছবি হাতে নিয়ে রাস্তায় ঘুরছেন আর খুঁজছেন।
এদিকে সন্তানের খোঁজে নানা স্থানে ঘুরে গিয়ে কোনো কাজ করতে পারেননি কালাম। হাতের টাকাও শেষ হয়ে এসেছে। সন্তানের খোঁজে ছুটে চলা এই বাবা-মা সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়ে বলেছেন, মিরাজের সন্ধান পেলে পুলিশের সঙ্গে যেন যোগাযোগ করা হয়।

বৃহস্পতিবার সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় বিএনপির এক কর্মী বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
২১ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
২২ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে