নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাড্ডা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে তাঁর পদত্যাগ দাবি করেছেন স্কুলের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকেরা। গত চার দিন ধরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। এদিকে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত বুধবার প্রধান শিক্ষক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষকেরা।
আজ শনিবার দুপুরেও প্রধান শিক্ষকের পদত্যাগ এবং শিক্ষকদের পাওনা বেতন পরিশোধের দাবিতে দুপুর ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উত্তর বাড্ডা ওভারব্রিজের নিচে অবস্থান করেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় স্কুলের শিক্ষক প্রদীপ চন্দ্র রায়, আজিজা বেগম, নাজমুন নাহার, আব্দুল বাছেত, নাহিদা বেগমসহ প্রায় সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষকেরা বলেন, ‘বাড্ডা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের দুর্নীতি ও অত্যাচারের শিকার হয়ে প্রতিষ্ঠানটির সকলেই চরমভাবে ক্ষতিগ্রস্ত। প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও তাঁর রোষানলে পড়ে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত এবং প্রাপ্য বেতন-ভাতা থেকে আমরা বঞ্চিত।’
প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করে বহিষ্কারের শিকার হয়েছেন স্কুলের সহকারী শিক্ষক প্রদীপ চন্দ্র রায়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে বাড্ডা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন দুর্নীতির ফলে স্কুল ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা চাই, তাঁর দুর্নীতির যথাযথ তদন্ত হোক। তদন্তে সকল গুমর বেরিয়ে আসবে।’ তিনি তাঁর অন্যায় বহিষ্কারাদেশ বাতিলেরও দাবি জানান।
প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন কয়েক কোটি টাকার দুর্নীতি করেছেন। তাঁরা অভিযোগ করে বলেন, বেতন আদায়ের পর স্কুলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার বিধান থাকলেও তা ব্যাংকে জমা না দিয়ে প্রধান শিক্ষক নিজের কাছে রেখে দেন। স্কুলের প্রাথমিক শাখার ৭ থেকে ৮ জন শিক্ষিকার কাছ থেকে চাকরি সরকারি করার কথা বলে ৫০ থেকে ৬০ হাজার টাকা করে অবৈধভাবে গ্রহণ করেছেন।
তাঁরা আরও বলেন, প্রাথমিক এবং হাইস্কুলের অনেক শিক্ষক-শিক্ষিকা ১৮ থেকে ২৪ মাসের বেতন পাননি। বেতন চাইলে বেশ কয়েকজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার আগের প্রধান শিক্ষিকা স্কুল ফান্ডে ১১ লাখ টাকা রেখে যান। বর্তমানে স্কুল ফান্ডে কোনো টাকা নেই। পরীক্ষার অতিরিক্ত ফি নেওয়ারও অভিযোগ করেন তাঁরা।
প্রধান শিক্ষক স্কুলের ওপর বাসা বানিয়ে বসবাস করছেন অভিযোগ করে তাঁরা বলেন, প্রধান শিক্ষকের বাসার সব ধরনের খরচ স্কুলের তহবিল থেকে নেওয়া হয়, যা আপ্যায়ন ও চিকিৎসা খরচ হিসেবে দেখানো হয়। শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং করিয়ে অতিরিক্ত অর্থও দাবি করেন বলে জানিয়েছেন তাঁরা। এসব অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য বর্তমানে পুরোনো খাতাপত্র, হিসাবের সব ভাউচার সরিয়ে ফেলা হয়েছে এবং নতুন খাতাপত্র নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষক-শিক্ষার্থীদের।
অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। পরে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।

বাড্ডা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে তাঁর পদত্যাগ দাবি করেছেন স্কুলের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকেরা। গত চার দিন ধরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। এদিকে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত বুধবার প্রধান শিক্ষক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্কুলের অন্যান্য শিক্ষকেরা।
আজ শনিবার দুপুরেও প্রধান শিক্ষকের পদত্যাগ এবং শিক্ষকদের পাওনা বেতন পরিশোধের দাবিতে দুপুর ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উত্তর বাড্ডা ওভারব্রিজের নিচে অবস্থান করেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় স্কুলের শিক্ষক প্রদীপ চন্দ্র রায়, আজিজা বেগম, নাজমুন নাহার, আব্দুল বাছেত, নাহিদা বেগমসহ প্রায় সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষকেরা বলেন, ‘বাড্ডা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের দুর্নীতি ও অত্যাচারের শিকার হয়ে প্রতিষ্ঠানটির সকলেই চরমভাবে ক্ষতিগ্রস্ত। প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও তাঁর রোষানলে পড়ে নিয়ম বহির্ভূতভাবে চাকরিচ্যুত এবং প্রাপ্য বেতন-ভাতা থেকে আমরা বঞ্চিত।’
প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করে বহিষ্কারের শিকার হয়েছেন স্কুলের সহকারী শিক্ষক প্রদীপ চন্দ্র রায়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে বাড্ডা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন দুর্নীতির ফলে স্কুল ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা চাই, তাঁর দুর্নীতির যথাযথ তদন্ত হোক। তদন্তে সকল গুমর বেরিয়ে আসবে।’ তিনি তাঁর অন্যায় বহিষ্কারাদেশ বাতিলেরও দাবি জানান।
প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন কয়েক কোটি টাকার দুর্নীতি করেছেন। তাঁরা অভিযোগ করে বলেন, বেতন আদায়ের পর স্কুলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার বিধান থাকলেও তা ব্যাংকে জমা না দিয়ে প্রধান শিক্ষক নিজের কাছে রেখে দেন। স্কুলের প্রাথমিক শাখার ৭ থেকে ৮ জন শিক্ষিকার কাছ থেকে চাকরি সরকারি করার কথা বলে ৫০ থেকে ৬০ হাজার টাকা করে অবৈধভাবে গ্রহণ করেছেন।
তাঁরা আরও বলেন, প্রাথমিক এবং হাইস্কুলের অনেক শিক্ষক-শিক্ষিকা ১৮ থেকে ২৪ মাসের বেতন পাননি। বেতন চাইলে বেশ কয়েকজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার আগের প্রধান শিক্ষিকা স্কুল ফান্ডে ১১ লাখ টাকা রেখে যান। বর্তমানে স্কুল ফান্ডে কোনো টাকা নেই। পরীক্ষার অতিরিক্ত ফি নেওয়ারও অভিযোগ করেন তাঁরা।
প্রধান শিক্ষক স্কুলের ওপর বাসা বানিয়ে বসবাস করছেন অভিযোগ করে তাঁরা বলেন, প্রধান শিক্ষকের বাসার সব ধরনের খরচ স্কুলের তহবিল থেকে নেওয়া হয়, যা আপ্যায়ন ও চিকিৎসা খরচ হিসেবে দেখানো হয়। শিক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং করিয়ে অতিরিক্ত অর্থও দাবি করেন বলে জানিয়েছেন তাঁরা। এসব অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য বর্তমানে পুরোনো খাতাপত্র, হিসাবের সব ভাউচার সরিয়ে ফেলা হয়েছে এবং নতুন খাতাপত্র নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষক-শিক্ষার্থীদের।
অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। পরে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে