Ajker Patrika

তুরাগ তীরে চলছে আম বয়ান, বৃহৎ জুমা আজ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১২: ৪৯
তুরাগ তীরে চলছে আম বয়ান, বৃহৎ জুমা আজ
তুরাগ তীরে চলছে আম বয়ান। ছবি: আজকের পত্রিকা

ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ শুক্রবার বাদ ফজর বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান।

লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর টঙ্গীর বিশ্ব ইজতেমা। সবাই নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়ে বয়ান শুনছেন।

শুরায়ি নেজামের (জুবায়ের অনুসারী) গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ শুক্রবার সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল। এ ছাড়া বিশেষ কিছু অনুষ্ঠান হবে। সকাল সাড়ে ১০টায় শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করবেন ভারতের মাওলানা ফারাহিম। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করবেন প্রফেসর আব্দুল মান্নান, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করবেন ভারতের মাওলানা আকবর শরিফ।

ইজতেমা ময়দানে আজ দেশের বৃহৎ জুমার নামাজ হবে। তাতে অংশ নেবেন কয়েক লাখ মুসল্লি। জুমার নামাজে ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের আহম্মেদ।

বাদ জুমা শেষে বয়ান করবেন জর্ডানের মাওলানা শেখ উমর খাতিব। বাদ আসর বাংলাদেশের মাওলানা জুবায়েরের বয়ান করার কথা রয়েছে। এ ছাড়া বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।

আগামীকাল শনিবার বাদ আসর ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ে হওয়ার কথা রয়েছে। ময়দানে বিয়ে করতে ইচ্ছুক এমন ছেলে বা মেয়ের পরিবারে পক্ষ থেকে যোগাযোগ করলে তাদের বিয়ের নামের তালিকা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

পটুয়াখালী-৩: নুরের সঙ্গে লড়াইয়ের মাঠেই থাকলেন হাসান মামুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত