Ajker Patrika

নারায়ণগঞ্জে রেলের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২২: ১১
নারায়ণগঞ্জে রেলের জমি থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জে রেলওয়ের জমিতে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার সকালে শহরে রেললাইনের উভয় পাশে এই অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ডিভিশনাল এস্টেট কর্মকর্তা সফি উল্লাহ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম।

অভিযানে নগরীর ২ নম্বর রেলগেট থেকে চাষাঢ়া রেলস্টেশন পর্যন্ত শতাধিক কাঁচা-পাকা ঘর, দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ভেকু ও বুলডোজার দিয়ে শতাধিক স্থাপনা ভেঙে দেওয়া হয়। অবৈধ স্থাপনা বা দোকান—কোনো কিছুই ছাড় পায়নি অভিযানে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সফি উল্লাহ ও রুবাইয়া খানম আজকের পত্রিকাকে বলেন, ‘চাষাঢ়া থেকে নারায়ণগঞ্জ রেলস্টেশন পর্যন্ত ডাবল লাইন প্রকল্পের নির্মাণসামগ্রী আসবে। তাই আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। রেললাইনের দুই পাশে যত স্থাপনা রয়েছে, সব কটিই অবৈধ। আজকের এই উচ্ছেদের পর নতুন করে কেউ স্থাপনা নির্মাণ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত