নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার আদালতের এক আইনজীবীকে হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকেও আসামি করা হয়েছে। আজ বুধবার ৫১ জনকে আসামি করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই মামলা দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল বাছেদ শামীম।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। বাদী অ্যাডভোকেট আব্দুল বাছেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্য যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অজ্ঞাত নামা আরও ৪-৫শ জনকে আসামি করা হয়েছে মামলায়।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী রাজধানীর মানিকনগরে থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। মানিক নগর বিশ্বরোডে দিয়ে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার আগে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাকে বেধড়ক মারপিট করে।
আইনজীবী গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি ওষুধের ফার্মেসিতে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর গত ২০ আগস্ট তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে চিকিৎসা নেন।
মামলায় অভিযোগ করা হয়, আরজিতে বর্ণিত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ করে ও লাঠিপেটা করে। এ সময় তাকে হত্যার চেষ্টা করা হয়।

ঢাকার আদালতের এক আইনজীবীকে হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকেও আসামি করা হয়েছে। আজ বুধবার ৫১ জনকে আসামি করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে এই মামলা দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল বাছেদ শামীম।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। বাদী অ্যাডভোকেট আব্দুল বাছেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্য যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অজ্ঞাত নামা আরও ৪-৫শ জনকে আসামি করা হয়েছে মামলায়।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী রাজধানীর মানিকনগরে থাকেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি আদালতের কাজ শেষে বাসায় ফিরছিলেন। মানিক নগর বিশ্বরোডে দিয়ে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার আগে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাকে বেধড়ক মারপিট করে।
আইনজীবী গুরুতর আহত হলে তাকে স্থানীয় একটি ওষুধের ফার্মেসিতে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর গত ২০ আগস্ট তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে চিকিৎসা নেন।
মামলায় অভিযোগ করা হয়, আরজিতে বর্ণিত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ করে ও লাঠিপেটা করে। এ সময় তাকে হত্যার চেষ্টা করা হয়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে