রাজধানীর মতিঝিলে ফকিরাপুল এলাকায় একটি প্রিন্টিং প্রেস কারখানায় ঘুমন্ত অবস্থায় কাগজের বান্ডিল শরীরে পরে তুষার গায়েন (১৮) নামে এক কর্মচারী মারা গেছেন।
আজ শুক্রবার সন্ধ্যা সারে ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রিন্টিং প্রেস কারখানার মালিক মো. সম্রাট সরকার বলেন, ‘মতিঝিল ফকিরাপুল ১ নম্বর গলিতে সেবা প্রিন্টিং প্রেস নামে একটি কারখানা আছে। সেখানেই কাজ করত তুষার। আজ কারখানা বন্ধ থাকায় কারখানার ভেতরেই ছিল। কারখানার মধ্যে ঘুমিয়েছিল তুষার। সুব্রত নামে আরেক কর্মচারী বিকেলে তুষারকে ডাকতে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে ফোনে আমাকে জানায়।’
তিনি আরও জানান, ‘কারখানা খুলে ভেতরে ঢুকে দেখি কাগজের বান্ডিলের নিচে চাপা পরে আছে তুষার। পরে থানায় খবর দেওয়া হয়। পরে থানা-পুলিশের সহায়তায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তুষার গায়েনের খালাতো ভাই মো. রাসেল মিয়া জানান, ‘তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। বাবার নাম ইসলাম গায়েন। বর্তমানে ফকিরাপুলের ওই কারখানায় কাজ করত এবং সেখানেই থাকত তুষার।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ফকিরাপুল থেকে ওই এক প্রেস কর্মচারীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রেস মালিক জানান ঘুমন্ত অবস্থায় শরীরে কাগজের বান্ডিল পরেছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানা-পুলিশ তদন্ত করছে।’

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার ৩ দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মোছা. মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।
১ ঘণ্টা আগে
বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা নাসির উদ্দিন ও তাঁর মায়ের ওপর জামায়াত কর্মীদের হামলার প্রতিবাদে বেতাগীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রায় আড়াই মাস ভারতের কারাগারে বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরেছেন ১২৮ জন মৎস্যজীবী। দুই দেশের মধ্যকার সমঝোতা ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার তাঁদের দেশে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকাসংলগ্ন মেহেরচণ্ডীর একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
৪ ঘণ্টা আগে