ঢামেক প্রতিবেদক

রাজধানীর মতিঝিলে ফকিরাপুল এলাকায় একটি প্রিন্টিং প্রেস কারখানায় ঘুমন্ত অবস্থায় কাগজের বান্ডিল শরীরে পরে তুষার গায়েন (১৮) নামে এক কর্মচারী মারা গেছেন।
আজ শুক্রবার সন্ধ্যা সারে ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রিন্টিং প্রেস কারখানার মালিক মো. সম্রাট সরকার বলেন, ‘মতিঝিল ফকিরাপুল ১ নম্বর গলিতে সেবা প্রিন্টিং প্রেস নামে একটি কারখানা আছে। সেখানেই কাজ করত তুষার। আজ কারখানা বন্ধ থাকায় কারখানার ভেতরেই ছিল। কারখানার মধ্যে ঘুমিয়েছিল তুষার। সুব্রত নামে আরেক কর্মচারী বিকেলে তুষারকে ডাকতে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে ফোনে আমাকে জানায়।’
তিনি আরও জানান, ‘কারখানা খুলে ভেতরে ঢুকে দেখি কাগজের বান্ডিলের নিচে চাপা পরে আছে তুষার। পরে থানায় খবর দেওয়া হয়। পরে থানা-পুলিশের সহায়তায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তুষার গায়েনের খালাতো ভাই মো. রাসেল মিয়া জানান, ‘তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। বাবার নাম ইসলাম গায়েন। বর্তমানে ফকিরাপুলের ওই কারখানায় কাজ করত এবং সেখানেই থাকত তুষার।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ফকিরাপুল থেকে ওই এক প্রেস কর্মচারীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রেস মালিক জানান ঘুমন্ত অবস্থায় শরীরে কাগজের বান্ডিল পরেছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানা-পুলিশ তদন্ত করছে।’

রাজধানীর মতিঝিলে ফকিরাপুল এলাকায় একটি প্রিন্টিং প্রেস কারখানায় ঘুমন্ত অবস্থায় কাগজের বান্ডিল শরীরে পরে তুষার গায়েন (১৮) নামে এক কর্মচারী মারা গেছেন।
আজ শুক্রবার সন্ধ্যা সারে ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রিন্টিং প্রেস কারখানার মালিক মো. সম্রাট সরকার বলেন, ‘মতিঝিল ফকিরাপুল ১ নম্বর গলিতে সেবা প্রিন্টিং প্রেস নামে একটি কারখানা আছে। সেখানেই কাজ করত তুষার। আজ কারখানা বন্ধ থাকায় কারখানার ভেতরেই ছিল। কারখানার মধ্যে ঘুমিয়েছিল তুষার। সুব্রত নামে আরেক কর্মচারী বিকেলে তুষারকে ডাকতে যায়। কোনো সাড়াশব্দ না পেয়ে ফোনে আমাকে জানায়।’
তিনি আরও জানান, ‘কারখানা খুলে ভেতরে ঢুকে দেখি কাগজের বান্ডিলের নিচে চাপা পরে আছে তুষার। পরে থানায় খবর দেওয়া হয়। পরে থানা-পুলিশের সহায়তায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তুষার গায়েনের খালাতো ভাই মো. রাসেল মিয়া জানান, ‘তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। বাবার নাম ইসলাম গায়েন। বর্তমানে ফকিরাপুলের ওই কারখানায় কাজ করত এবং সেখানেই থাকত তুষার।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ফকিরাপুল থেকে ওই এক প্রেস কর্মচারীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রেস মালিক জানান ঘুমন্ত অবস্থায় শরীরে কাগজের বান্ডিল পরেছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানা-পুলিশ তদন্ত করছে।’

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
২ ঘণ্টা আগে