মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আরও ১০ জন যাত্রী আহত হন। এঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রিপন মিয়া (২২) নামের এক বাসযাত্রী মারা যান।
এ ঘটনায় আহতদের অধিকাংশের বাড়ি পিরোজপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ। এঁদের মধ্যে নূপুর রানী (৩১), শিব শংকর (৩০), মিরাজ (৩০), ইমরান (২৫), দুলাল (২৭), রাকিব ফরাজী (২০) ও মিল্টনকে (৩২) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
প্রত্যক্ষদর্শীরা ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেন হয়ে শিমুলিয়া ঘাটে যাচ্ছিল মেঘলা পরিবহনের যাত্রীবাহী বাসটি। বেলা সাড়ে ৮টার দিকে বাসটি বেজগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে চলন্ত অপর একটি সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তবে এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক-হেলপার সুস্থ রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসক।
এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ওসি আবজাল হোসেন আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে।

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আরও ১০ জন যাত্রী আহত হন। এঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রিপন মিয়া (২২) নামের এক বাসযাত্রী মারা যান।
এ ঘটনায় আহতদের অধিকাংশের বাড়ি পিরোজপুর জেলায় বলে জানিয়েছে পুলিশ। এঁদের মধ্যে নূপুর রানী (৩১), শিব শংকর (৩০), মিরাজ (৩০), ইমরান (২৫), দুলাল (২৭), রাকিব ফরাজী (২০) ও মিল্টনকে (৩২) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
প্রত্যক্ষদর্শীরা ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেন হয়ে শিমুলিয়া ঘাটে যাচ্ছিল মেঘলা পরিবহনের যাত্রীবাহী বাসটি। বেলা সাড়ে ৮টার দিকে বাসটি বেজগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে চলন্ত অপর একটি সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তবে এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক-হেলপার সুস্থ রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসক।
এ বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ওসি আবজাল হোসেন আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
২৫ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৩২ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
৩৮ মিনিট আগে