গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নির্দেশনা অমান্য করায় গোপালপুরে সাত বিদ্রোহী প্রার্থীসহ আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু ফারুক মিঞা; আওয়ামী লীগের দপ্তরবিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান লুৎফর; জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সেলিম আজাদ; দিরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর; উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম মোস্তফা আঙুর; উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আ হাই; কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শফিক তালুকদার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গোপালপুরের পাঁচ ইউনিয়নের আটজনকে বহিষ্কার করা হয়। যাঁরা গোপনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজ করছেন, তাঁদেরও সতর্ক করা হয়েছে। নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজের প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার বলেন, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, দলীয় প্রতীক। আওয়ামী লীগ করেন, কিন্তু নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এমন নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করা দলীয় সিদ্ধান্ত। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি এই উপজেলার সাতটি ইউনিয়নের পাঁচটিতে ইলেকট্রনিকস ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হব। এতে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের সাত নেতা নৌকা প্রতীক না পেয়ে বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নির্দেশনা অমান্য করায় গোপালপুরে সাত বিদ্রোহী প্রার্থীসহ আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু ফারুক মিঞা; আওয়ামী লীগের দপ্তরবিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান লুৎফর; জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সেলিম আজাদ; দিরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর; উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম মোস্তফা আঙুর; উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আ হাই; কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শফিক তালুকদার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গোপালপুরের পাঁচ ইউনিয়নের আটজনকে বহিষ্কার করা হয়। যাঁরা গোপনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজ করছেন, তাঁদেরও সতর্ক করা হয়েছে। নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজের প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার বলেন, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, দলীয় প্রতীক। আওয়ামী লীগ করেন, কিন্তু নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এমন নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করা দলীয় সিদ্ধান্ত। প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি এই উপজেলার সাতটি ইউনিয়নের পাঁচটিতে ইলেকট্রনিকস ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হব। এতে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের সাত নেতা নৌকা প্রতীক না পেয়ে বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
৬ মিনিট আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
৩০ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে