নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সদ্য কারামুক্ত মাওলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন। আজ শনিবার বিকেলে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রবেশ করে প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করেন তিনি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তিনি বের হন। বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জব্দ মোবাইল ফেরত নিতে তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন। তবে এ বিষয়ে ডিবির কর্মকর্তারা কোনো কথা বলেননি।
আজ বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন মামুনুল হক।
ডিবি কার্যালয় থেকে বের হয়ে মামুনুল হক সাংবাদিকদের বলেন, ‘আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখন মামলার আলামত হিসেবে মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল। সেই মোবাইল ফোনটি নিতে আমি আজ ডিবি কার্যালয়ে এসেছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘আমাকে ডিবি কর্মকর্তারা ডাকেননি এবং মামলা সংক্রান্ত কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদও করেননি। মামলার আলামত হিসেবে জব্দ করা আমার মোবাইল ফোনটি নিতে আমি ডিবি কার্যালয়ে এসেছিলাম।’
মোবাইল ফোনটি ফেরত পেয়েছেন কি না জানতে চাইলে, তিনি কোনো উত্তর না দিয়ে ব্যক্তিগত গাড়িতে উঠে পড়েন।
৩ মে মামুনুল হক কারাগার থেকে মুক্তি পান। তিনি বের হয়ে কারাফটকে এবং মোহাম্মদপুরে একাধিক পথসভায় বক্তব্য দেন। কয়েক দিন ধরে তিনি তাঁর বন্দিজীবন নিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যে তাঁকে সরকারের সমালোচনা করতেও দেখা যায়।
তবে মামুনুল হকের ডিবি কার্যালয়ে আসা বিষয় নিয়ে পুলিশের কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সদ্য কারামুক্ত মাওলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন। আজ শনিবার বিকেলে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রবেশ করে প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করেন তিনি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তিনি বের হন। বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জব্দ মোবাইল ফেরত নিতে তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন। তবে এ বিষয়ে ডিবির কর্মকর্তারা কোনো কথা বলেননি।
আজ বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন মামুনুল হক।
ডিবি কার্যালয় থেকে বের হয়ে মামুনুল হক সাংবাদিকদের বলেন, ‘আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখন মামলার আলামত হিসেবে মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল। সেই মোবাইল ফোনটি নিতে আমি আজ ডিবি কার্যালয়ে এসেছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘আমাকে ডিবি কর্মকর্তারা ডাকেননি এবং মামলা সংক্রান্ত কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদও করেননি। মামলার আলামত হিসেবে জব্দ করা আমার মোবাইল ফোনটি নিতে আমি ডিবি কার্যালয়ে এসেছিলাম।’
মোবাইল ফোনটি ফেরত পেয়েছেন কি না জানতে চাইলে, তিনি কোনো উত্তর না দিয়ে ব্যক্তিগত গাড়িতে উঠে পড়েন।
৩ মে মামুনুল হক কারাগার থেকে মুক্তি পান। তিনি বের হয়ে কারাফটকে এবং মোহাম্মদপুরে একাধিক পথসভায় বক্তব্য দেন। কয়েক দিন ধরে তিনি তাঁর বন্দিজীবন নিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যে তাঁকে সরকারের সমালোচনা করতেও দেখা যায়।
তবে মামুনুল হকের ডিবি কার্যালয়ে আসা বিষয় নিয়ে পুলিশের কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে