নিজস্ব প্রতিবেদক, সিলেট

অবশেষে ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) খন্দকার খালিদ বিন নূরকে সদর দপ্তরে বদলি করা হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের এসপি (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ “এসপির ‘আচরণে’ বদলির হিড়িক” শিরোনামে আজকের পত্রিকা'য় সংবাদ প্রকাশিত হয়। এরপরই ট্যুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়।
পরবর্তী এসপি পদায়নের আগ পর্যন্ত সিলেট রিজিয়নের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ট্যুরিস্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসপি খন্দকার খালিদ বিন নূরকে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগে পদায়ন করা হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, ‘এসপি না থাকাকালে আমাদের রুটিন ওয়ার্ক, দৈনন্দিন দায়িত্বগুলো পালন করব। আজ (বুধবার) থেকে প্রশাসনিক, দাপ্তরিক ও অফিসার-ফোর্সদের ছুটির বিষয়গুলো দেখব। আর অল্প দিনের মধ্যে এখানে একজন এসপি পাঠানো হবে।’
সিলেট রিজিয়ন সূত্র জানায়, অফিসার-ফোর্সদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, গালাগালসহ হয়রানির অভিযোগের বিষয়ে এসপি খন্দকার খালিদ বিন নূরকে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। উল্টো বিষয়টি সংবাদপত্রে উঠে আসায় সিলেট রিজিয়নে কর্মরত অফিসার-ফোর্সদের ভয়ভীতি দেখাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফলে স্বস্তিতে নেই কর্মরতরা।
ট্যুরিস্ট পুলিশ সদরের এসপি (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, সিলেট রিজিয়নে কর্মরত পুলিশ পরিদর্শকদের মধ্যে জ্যেষ্ঠ একজন পুলিশ পরিদর্শককে রিজিয়নের অফিসার ও ফোর্সদের ডিউটি বণ্টন, রোলকলসহ দাপ্তরিক কার্যাদি সম্পাদন করার আদেশ দেওয়া হলো।
আরও খবর পড়ুন:

অবশেষে ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) খন্দকার খালিদ বিন নূরকে সদর দপ্তরে বদলি করা হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের এসপি (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ “এসপির ‘আচরণে’ বদলির হিড়িক” শিরোনামে আজকের পত্রিকা'য় সংবাদ প্রকাশিত হয়। এরপরই ট্যুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়।
পরবর্তী এসপি পদায়নের আগ পর্যন্ত সিলেট রিজিয়নের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ট্যুরিস্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসপি খন্দকার খালিদ বিন নূরকে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগে পদায়ন করা হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, ‘এসপি না থাকাকালে আমাদের রুটিন ওয়ার্ক, দৈনন্দিন দায়িত্বগুলো পালন করব। আজ (বুধবার) থেকে প্রশাসনিক, দাপ্তরিক ও অফিসার-ফোর্সদের ছুটির বিষয়গুলো দেখব। আর অল্প দিনের মধ্যে এখানে একজন এসপি পাঠানো হবে।’
সিলেট রিজিয়ন সূত্র জানায়, অফিসার-ফোর্সদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, গালাগালসহ হয়রানির অভিযোগের বিষয়ে এসপি খন্দকার খালিদ বিন নূরকে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। উল্টো বিষয়টি সংবাদপত্রে উঠে আসায় সিলেট রিজিয়নে কর্মরত অফিসার-ফোর্সদের ভয়ভীতি দেখাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফলে স্বস্তিতে নেই কর্মরতরা।
ট্যুরিস্ট পুলিশ সদরের এসপি (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, সিলেট রিজিয়নে কর্মরত পুলিশ পরিদর্শকদের মধ্যে জ্যেষ্ঠ একজন পুলিশ পরিদর্শককে রিজিয়নের অফিসার ও ফোর্সদের ডিউটি বণ্টন, রোলকলসহ দাপ্তরিক কার্যাদি সম্পাদন করার আদেশ দেওয়া হলো।
আরও খবর পড়ুন:

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৪ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৪ ঘণ্টা আগে