নিজস্ব প্রতিবেদক, সিলেট

অবশেষে ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) খন্দকার খালিদ বিন নূরকে সদর দপ্তরে বদলি করা হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের এসপি (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ “এসপির ‘আচরণে’ বদলির হিড়িক” শিরোনামে আজকের পত্রিকা'য় সংবাদ প্রকাশিত হয়। এরপরই ট্যুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়।
পরবর্তী এসপি পদায়নের আগ পর্যন্ত সিলেট রিজিয়নের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ট্যুরিস্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসপি খন্দকার খালিদ বিন নূরকে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগে পদায়ন করা হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, ‘এসপি না থাকাকালে আমাদের রুটিন ওয়ার্ক, দৈনন্দিন দায়িত্বগুলো পালন করব। আজ (বুধবার) থেকে প্রশাসনিক, দাপ্তরিক ও অফিসার-ফোর্সদের ছুটির বিষয়গুলো দেখব। আর অল্প দিনের মধ্যে এখানে একজন এসপি পাঠানো হবে।’
সিলেট রিজিয়ন সূত্র জানায়, অফিসার-ফোর্সদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, গালাগালসহ হয়রানির অভিযোগের বিষয়ে এসপি খন্দকার খালিদ বিন নূরকে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। উল্টো বিষয়টি সংবাদপত্রে উঠে আসায় সিলেট রিজিয়নে কর্মরত অফিসার-ফোর্সদের ভয়ভীতি দেখাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফলে স্বস্তিতে নেই কর্মরতরা।
ট্যুরিস্ট পুলিশ সদরের এসপি (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, সিলেট রিজিয়নে কর্মরত পুলিশ পরিদর্শকদের মধ্যে জ্যেষ্ঠ একজন পুলিশ পরিদর্শককে রিজিয়নের অফিসার ও ফোর্সদের ডিউটি বণ্টন, রোলকলসহ দাপ্তরিক কার্যাদি সম্পাদন করার আদেশ দেওয়া হলো।
আরও খবর পড়ুন:

অবশেষে ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) খন্দকার খালিদ বিন নূরকে সদর দপ্তরে বদলি করা হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের এসপি (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ “এসপির ‘আচরণে’ বদলির হিড়িক” শিরোনামে আজকের পত্রিকা'য় সংবাদ প্রকাশিত হয়। এরপরই ট্যুরিস্ট পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়।
পরবর্তী এসপি পদায়নের আগ পর্যন্ত সিলেট রিজিয়নের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ট্যুরিস্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এসপি খন্দকার খালিদ বিন নূরকে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগে পদায়ন করা হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, ‘এসপি না থাকাকালে আমাদের রুটিন ওয়ার্ক, দৈনন্দিন দায়িত্বগুলো পালন করব। আজ (বুধবার) থেকে প্রশাসনিক, দাপ্তরিক ও অফিসার-ফোর্সদের ছুটির বিষয়গুলো দেখব। আর অল্প দিনের মধ্যে এখানে একজন এসপি পাঠানো হবে।’
সিলেট রিজিয়ন সূত্র জানায়, অফিসার-ফোর্সদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, গালাগালসহ হয়রানির অভিযোগের বিষয়ে এসপি খন্দকার খালিদ বিন নূরকে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। উল্টো বিষয়টি সংবাদপত্রে উঠে আসায় সিলেট রিজিয়নে কর্মরত অফিসার-ফোর্সদের ভয়ভীতি দেখাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফলে স্বস্তিতে নেই কর্মরতরা।
ট্যুরিস্ট পুলিশ সদরের এসপি (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, সিলেট রিজিয়নে কর্মরত পুলিশ পরিদর্শকদের মধ্যে জ্যেষ্ঠ একজন পুলিশ পরিদর্শককে রিজিয়নের অফিসার ও ফোর্সদের ডিউটি বণ্টন, রোলকলসহ দাপ্তরিক কার্যাদি সম্পাদন করার আদেশ দেওয়া হলো।
আরও খবর পড়ুন:

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে