নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে উৎপাদিত সব ধরনের ওষুধের দাম সরকার কর্তৃক নির্ধারণসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস)। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় তাঁরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে ওষুধ ব্যবসায়ীরা বলেন, ১৯৯৬ সালের ২৬ ফেব্রুয়ারি সরকার ১১৭টি জেনেরিক ওষুধের দাম নির্ধারণ করে বাকি ওষুধের দামের বিষয় কোম্পানিগুলোর নিজেদের হাতে ছেড়ে দেয়। এতে ওষুধ কোম্পানিগুলো তাদের ইচ্ছেমতো দাম বাড়াতে পারে। ওই সময় জেনেরিক ওষুধের সংখ্যা ছিল ৪৫০ টির মতো। বর্তমানে প্রায় ১৫০০ জেনেরিক ওষুধ উৎপাদন করছে কোম্পানিগুলো। তারা দফায় দফায় ইচ্ছেমতো ওষুধের দাম বাড়াচ্ছে। এতে সরকারের কিছু করার থাকছে না। কোম্পানিগুলো ভ্যাট আদায়ের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে নামসর্বস্ব একটি দামের অনুমোদন নিয়ে থাকে মাত্র।
বিসিডিএস নেতারা বলেন, সব ওষুধের দাম সরকার কর্তৃক নিয়ন্ত্রণ, ওষুধ বিক্রির কমিশন বাড়ানো, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত ফেরত নিয়ে তা প্রতিস্থাপন এবং ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে কোম্পানিগুলোর ওষুধ সরবরাহ বন্ধ করার দাবিতে এ মানববন্ধন করা হয়েছে। দাবি আদায়ের জন্য প্রয়োজনে তাঁরা ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি দেবেন বলে জানান।
বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির পরিচালক জসীম উদ্দীন বলেন, সারা দেশের ওষুধ ব্যবসায়ীদের এগুলো দীর্ঘদিনের দাবি। তিনি দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল হক চৌধুরী, বিসিডিএসের কয়েকজন পরিচালক এবং সাধারণ ব্যবসায়ীরা।

দেশে উৎপাদিত সব ধরনের ওষুধের দাম সরকার কর্তৃক নির্ধারণসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস)। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় তাঁরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে ওষুধ ব্যবসায়ীরা বলেন, ১৯৯৬ সালের ২৬ ফেব্রুয়ারি সরকার ১১৭টি জেনেরিক ওষুধের দাম নির্ধারণ করে বাকি ওষুধের দামের বিষয় কোম্পানিগুলোর নিজেদের হাতে ছেড়ে দেয়। এতে ওষুধ কোম্পানিগুলো তাদের ইচ্ছেমতো দাম বাড়াতে পারে। ওই সময় জেনেরিক ওষুধের সংখ্যা ছিল ৪৫০ টির মতো। বর্তমানে প্রায় ১৫০০ জেনেরিক ওষুধ উৎপাদন করছে কোম্পানিগুলো। তারা দফায় দফায় ইচ্ছেমতো ওষুধের দাম বাড়াচ্ছে। এতে সরকারের কিছু করার থাকছে না। কোম্পানিগুলো ভ্যাট আদায়ের জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে নামসর্বস্ব একটি দামের অনুমোদন নিয়ে থাকে মাত্র।
বিসিডিএস নেতারা বলেন, সব ওষুধের দাম সরকার কর্তৃক নিয়ন্ত্রণ, ওষুধ বিক্রির কমিশন বাড়ানো, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত ফেরত নিয়ে তা প্রতিস্থাপন এবং ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে কোম্পানিগুলোর ওষুধ সরবরাহ বন্ধ করার দাবিতে এ মানববন্ধন করা হয়েছে। দাবি আদায়ের জন্য প্রয়োজনে তাঁরা ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি দেবেন বলে জানান।
বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির পরিচালক জসীম উদ্দীন বলেন, সারা দেশের ওষুধ ব্যবসায়ীদের এগুলো দীর্ঘদিনের দাবি। তিনি দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল হক চৌধুরী, বিসিডিএসের কয়েকজন পরিচালক এবং সাধারণ ব্যবসায়ীরা।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৪ ঘণ্টা আগে