রাজবাড়ী প্রতিনিধি

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন বন্ধের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। এ সময় এক ঘণ্টা সুন্দরবন এক্সপ্রেস ও মুধুমতি এক্সপ্রেস ট্রেন দুটি আটকে রাখা হয়। পরে রেলের কর্মকর্তাদের আশ্বাসে ট্রেন দুটি ছেড়ে দেয় বিক্ষোভকারীরা।
আজ রোববার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা ছাত্রদলের ব্যানারে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় বক্তারা বলেন, বিভিন্ন মাধ্যমে তাঁরা জানতে পারে কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর অঞ্চল থেকে আগামী ১৫ নভেম্বর থেকে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি বন্ধ করে দেওয়া হবে। ফলে রাজবাড়ীসহ কয়েকটি জেলার মানুষ রেল সেবা থেকে বঞ্চিত হবে। এ কারণে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন এই রুটেই চলাচলের দাবি তাদের। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন।
এ সময় বক্তব্য দেন—রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, ছাত্রদল নেতা সোহেল রানা প্রমুখ।
একই দাবিতে গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ৮টায় গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি আটকে বিক্ষোভ করে সাধারণ জনতা। এক ঘণ্টা রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখার পর রেলের কর্মকর্তাদের আশ্বাসে ট্রেনটি ছেড়ে দেয়।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ‘সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্তের কোনো নির্দেশনা আমাদের কাছে এখনো আসেনি। রেল মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের এখনো পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো কিছু জানানো হয়নি।’
স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশনে বেলা ১১টায় পৌঁছায়। এর কিছু সময় আগে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছায়। ওই সময় বিক্ষোভকারীরা ট্রেন দুটি আটকে রেখে বিক্ষোভ করেন। পরে তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাসে এক ঘণ্টা পর ট্রেন দুটি ছেড়ে দেয়।

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন বন্ধের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। এ সময় এক ঘণ্টা সুন্দরবন এক্সপ্রেস ও মুধুমতি এক্সপ্রেস ট্রেন দুটি আটকে রাখা হয়। পরে রেলের কর্মকর্তাদের আশ্বাসে ট্রেন দুটি ছেড়ে দেয় বিক্ষোভকারীরা।
আজ রোববার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা ছাত্রদলের ব্যানারে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ মিছিল করা হয়।
এ সময় বক্তারা বলেন, বিভিন্ন মাধ্যমে তাঁরা জানতে পারে কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর অঞ্চল থেকে আগামী ১৫ নভেম্বর থেকে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি বন্ধ করে দেওয়া হবে। ফলে রাজবাড়ীসহ কয়েকটি জেলার মানুষ রেল সেবা থেকে বঞ্চিত হবে। এ কারণে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন এই রুটেই চলাচলের দাবি তাদের। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন।
এ সময় বক্তব্য দেন—রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, ছাত্রদল নেতা সোহেল রানা প্রমুখ।
একই দাবিতে গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ৮টায় গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি আটকে বিক্ষোভ করে সাধারণ জনতা। এক ঘণ্টা রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখার পর রেলের কর্মকর্তাদের আশ্বাসে ট্রেনটি ছেড়ে দেয়।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ‘সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্তের কোনো নির্দেশনা আমাদের কাছে এখনো আসেনি। রেল মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের এখনো পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো কিছু জানানো হয়নি।’
স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশনে বেলা ১১টায় পৌঁছায়। এর কিছু সময় আগে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছায়। ওই সময় বিক্ষোভকারীরা ট্রেন দুটি আটকে রেখে বিক্ষোভ করেন। পরে তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাসে এক ঘণ্টা পর ট্রেন দুটি ছেড়ে দেয়।

ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন দাস (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা কিছুটা বাড়তি থাকার পর বছরের প্রথম দিনেই হঠাৎ কমে গেছে। জেলায় তাপমাত্রা ফের এক অঙ্কের ঘরে নেমেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড...
২ ঘণ্টা আগে