বেআইনিভাবে দলিল রেজিস্ট্রি করার মামলায় রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রাজবাড়ীর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। বিচারক জাকিয়া পারভীন জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাসিন্দা খালেক মৃধা মামলাটি করেন।
মামলার নথি থেকে জানা গেছে, ১৯৭২ সালে খালেক মৃধা বড় নুরপুর এলাকায় ৪২ শতাংশ জমি কেনেন। ২০১৮ সালে একই এলাকার আব্দুল আলিম জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবের যোগসাজশে ওই জমি অন্য চার ব্যক্তির কাছে বিক্রি করেন। একই সঙ্গে আব্দুল আলিম ওই জমিতে ১৪৪ ধারা জারি চেয়ে আদালতে মামলা করেন।
একদিন খালেক মৃধা জমিতে কাজ করতে গেলে বাধা দেন চার ক্রেতা। ওই সময় তিনি তাঁর জমি বিক্রির বিষয়টি জানতে পেরে রাজবাড়ীর আদালতে মামলা করেন। মামলায় মজিবর রহমান, আব্দুল বারেক, ইউসুফ, হাসনা, আব্দুল আলিম, জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবসহ ১০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর কার্যালয়কে তদন্তভার দেন।
দুদকের আইনজীবী বিজন কুমার বোস বলেন, পদের অপব্যবহার করে অন্যকে অনৈতিক সুবিধা দেওয়ার মামলা দুদক তদন্ত করে প্রাথমিক সত্যতা পায়। পরে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার অন্য আসামিরা আদালতে আত্মসমর্পণ করেন। আজ সাবেক জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুব আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মেটা: বেআইনিভাবে দলিল রেজিস্ট্রি করার মামলায় রাজবাড়ীর সাবেক জেলা রেজিস্ট্রার গোলাম মাহবুবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রাজবাড়ীর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। বিচারক জাকিয়া পারভীন জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাসিন্দা খালেক মৃধা মামলাটি করেন।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৫ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৯ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে