নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাসপোর্ট গ্রহীতাদের সেবা প্রদান করতে গিয়ে ঘুষ গ্রহণ ও গ্রাহক হয়রানির অভিযোগে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক।
আরিফ সাদেক জানান, আজ বৃহস্পতিবার সংস্থাটির সহকারী পরিচালক জেসমিন আক্তার ও সহকারী পরিচালক মো. শাওন হোসেইন অনিকের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযানে পরিচালনার সময় পাসপোর্ট অফিসে দালাল চক্রের ঘুষ গ্রহণ ও গ্রাহক হয়রানি প্রাথমিক প্রমাণ পেয়েছে। এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে দেখেছে পাসপোর্ট অফিসে প্রবেশের প্রধান ফটকেই বেশ কয়েকজন দালাল অর্থের বিনিময়ে সেবা পাইয়ে দেওয়ার কথা বলে এগিয়ে আসে। এসব দালাল চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশের প্রমাণ পায়।
দুদকের এনফোর্সমেন্ট টিম সূত্রে আরও জানা যায়, সরেজমিন পাসপোর্ট অফিসে অভ্যন্তরেও কয়েকজন সেবাপ্রার্থী দালালদের দৌরাত্ম্য, চরম অব্যবস্থাপনা এবং অর্থের বিনিময়ে লাইন ব্রেক করে সিরিয়াল সামনে নিয়ে আসার অভিযোগের সত্যতা পাওয়া যায়। পাসপোর্ট অফিসে ১০৩ন ম্বর কক্ষে গিয়ে এনআইডি ভেরিফিকেশনের একজন কর্মচারীকে ৪০ মিনিট ধরে অনুপস্থিত পাওয়া যায় এবং ৩০৪ নম্বর কক্ষে গিয়ে দেখা যায় কোনো লাইন বা সিরিয়াল মেইনটেইন না করে ইচ্ছামতো বায়োমেট্রিক এনরোলমেন্ট করা হচ্ছে।
পরে এসব অভিযোগের বিষয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক ও পরিচালকের সঙ্গে দেখা করে পর্যবেক্ষণ তুলে ধরে। পাসপোর্ট অফিসের কর্মকর্তারা অনিয়মের অভিযোগ স্বীকার করেন। দুদক অনিয়ম বন্ধে বেশ কিছু সুপারিশ প্রদান করে। এ ছাড়া অভিযানের বিষয়ে কমিশনে শিগগির লিখিতভাবে জানাবেন বলে জানা যায়।

পাসপোর্ট গ্রহীতাদের সেবা প্রদান করতে গিয়ে ঘুষ গ্রহণ ও গ্রাহক হয়রানির অভিযোগে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক।
আরিফ সাদেক জানান, আজ বৃহস্পতিবার সংস্থাটির সহকারী পরিচালক জেসমিন আক্তার ও সহকারী পরিচালক মো. শাওন হোসেইন অনিকের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে।
অভিযানে পরিচালনার সময় পাসপোর্ট অফিসে দালাল চক্রের ঘুষ গ্রহণ ও গ্রাহক হয়রানি প্রাথমিক প্রমাণ পেয়েছে। এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে দেখেছে পাসপোর্ট অফিসে প্রবেশের প্রধান ফটকেই বেশ কয়েকজন দালাল অর্থের বিনিময়ে সেবা পাইয়ে দেওয়ার কথা বলে এগিয়ে আসে। এসব দালাল চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশের প্রমাণ পায়।
দুদকের এনফোর্সমেন্ট টিম সূত্রে আরও জানা যায়, সরেজমিন পাসপোর্ট অফিসে অভ্যন্তরেও কয়েকজন সেবাপ্রার্থী দালালদের দৌরাত্ম্য, চরম অব্যবস্থাপনা এবং অর্থের বিনিময়ে লাইন ব্রেক করে সিরিয়াল সামনে নিয়ে আসার অভিযোগের সত্যতা পাওয়া যায়। পাসপোর্ট অফিসে ১০৩ন ম্বর কক্ষে গিয়ে এনআইডি ভেরিফিকেশনের একজন কর্মচারীকে ৪০ মিনিট ধরে অনুপস্থিত পাওয়া যায় এবং ৩০৪ নম্বর কক্ষে গিয়ে দেখা যায় কোনো লাইন বা সিরিয়াল মেইনটেইন না করে ইচ্ছামতো বায়োমেট্রিক এনরোলমেন্ট করা হচ্ছে।
পরে এসব অভিযোগের বিষয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক ও পরিচালকের সঙ্গে দেখা করে পর্যবেক্ষণ তুলে ধরে। পাসপোর্ট অফিসের কর্মকর্তারা অনিয়মের অভিযোগ স্বীকার করেন। দুদক অনিয়ম বন্ধে বেশ কিছু সুপারিশ প্রদান করে। এ ছাড়া অভিযানের বিষয়ে কমিশনে শিগগির লিখিতভাবে জানাবেন বলে জানা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে