Ajker Patrika

করোনায় মারা গেলেন বৃক্ষপ্রেমী শাহজাহান বিশ্বাস

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৪৪
করোনায় মারা গেলেন বৃক্ষপ্রেমী শাহজাহান বিশ্বাস

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মানিকগঞ্জের হরিরামপুরের কৌড়ী গ্রামের বৃক্ষপ্রেমী শাহজাহান বিশ্বাস (৬৫)। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা আহসান হাবিব শোভন।

শোভন জানান, তাঁর চাচা ১৫ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

জানা যায়, কৌড়ী গ্রামে ৭০ হাজারেরও বেশি গাছ রোপণ করেছেন তিনি। এলাকায় বৃক্ষপ্রেমী শাহজাহান নামেই বেশি পরিচিত তিনি। ১৯৭৬ সালে উচ্চমাধ্যমিক পাস করে প্রবাসে চলে যান শাহজাহান বিশ্বাস। সেখানে প্রায় পাঁচ বছর কাটান তিনি। এরপর চলে আসেন নিজ গ্রামে। বাড়ির উঠানে গড়ে তোলেন বিশাল নার্সারি। সেখান থেকে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে রোপণ করতে শুরু করেন গ্রামের রাস্তাঘাটের দুপাশের পতিত জমিতে। 

নিজ খরচে রাস্তাঘাটের পাশের জায়গাগুলো পরিষ্কার করে গাছ রোপণ করেই থেমে যাননি তিনি। এরপর গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, খেলার মাঠ, পুকুরের পাড় এবং বিভিন্ন মানুষের বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ করেন তিনি। 

নিজ খরচে গাছের চারা রোপণ করলেও জমির মালিকই গাছের মালিক। তাঁর রোপণ করা গাছের চারায় তিনি কোনো ভাগ রাখেননি। নেই কোনো অর্থলোভ। এভাবেই প্রায় ৩৭ বছর ধরে কৌড়ি গ্রামে পরিকল্পিতভাবে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করে সময় পার করেছেন শাহজাহান বিশ্বাস। 

এদিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বৃক্ষপ্রেমী শাহজাহান বিশ্বাসের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত