Ajker Patrika

কিশোর গ্যাংয়ের সিনিয়র–জুনিয়র দ্বন্দ্বে কিশোরকে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
কিশোর গ্যাংয়ের সিনিয়র–জুনিয়র দ্বন্দ্বে কিশোরকে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাকিব (১৪) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। শনিবার মধ্যরাতে ফতুল্লার রেলস্টেশন মসজিদের পেছনে এ হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় আজ রোববার ভোরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সাকিব ফতুল্লা রেলস্টেশন এলাকার আজাদ বাড়ির গলির রুবেল শেখের ছেলে। গ্রেপ্তারকৃতরা হলেন—দাপ্রা ইদ্রাকপুর এলাকার সেকান্দার মোল্লার ছেলে ইসলাম মোল্লা (১৮) এবং রেলস্টেশন এলাকার হবিকুলের ছেলে (১৭)।

এদিকে হত্যার ঘটনায় রোববার দুপুরে নাসিমা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন—ফয়সাল (১৮), পারভেজ (২২), ইসলাম মোল্লা (১৮) ও সোলায়মান (১৮), অপ্রাপ্তবয়স্ক কিশোর (১৭) সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে সিনিয়র–জুনিয়র নিয়ে সাকিবের সঙ্গে আরও কয়েকজন সমবয়সীর কথা–কাটাকাটি করতে দেখা যায়। একপর্যায়ে হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যরা সাকিবকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে তার মা নাসিমা বেগম দৌড়ে এসে সাকিবকে মাটিতে পরে থাকতে দেখে। পরে তিনি তাঁর বড় ছেলেকে সঙ্গে নিয়ে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করে।

নিহত কিশোর সজিবের মা নাসিমা বেগম বলেন, ‘সাকিব ও তার বড় ভাই রাকিব উভয়েই রেলস্টেশন এলাকায় একটি হাঁড়ি পাতিলের কারখানায় কাজ করে। তার বাবা রুবেল শেখ কয়েক বছর আগে মারা যায়। এরপর বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে রাকিব ও সাকিবকে বড় করেছি। কোনো সময় বিপথে যেতে দিইনি। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।’

এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, ‘নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ভোরে এই ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যায় জড়িত থাকার স্বীকার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গেজেট

এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি—জাতিসংঘ বিশেষজ্ঞের ক্ষোভ

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

২০২৫ সালে যেসব ঐতিহাসিক রহস্যের সমাধান দিল বিজ্ঞান

আওয়ামী লীগের ভোটব্যাংক দখলে প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...