
গাজীপুরের টঙ্গীতে দুটি পোশাক কারখানার শ্রমিকদের নানা দাবির পরিপ্রেক্ষিতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ রোববার সকালে টঙ্গীর অ্যামট্রানেট গ্রুপের দুটি অঙ্গপ্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ ও ব্রাভো ম্যানুফ্যাকচারার লিমিটেড নামের কারখানায় নোটিশ ঝুলিয়ে বন্ধ ঘোষণা করা হয়।
এর প্রতিবাদে আজ সকাল থেকে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কারখানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর আগে গত বৃহস্পতিবার কারখানার ভেতরে শ্রমিকেরা নানা দাবি জানিয়ে কর্মবিরতি পালন করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার মেশিন ও আসবাবপত্রে ভাঙচুর চালান।
শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, কারখানা দুটির শ্রমিকেরা তাঁদের অর্জিত বার্ষিক ছুটির টাকা, ২৫ মার্চ ঈদ বোনাস, যেসব শ্রমিক এক বছর ধরে চাকরি করছেন, তাঁদের চলতি মার্চ মাসের অগ্রিম অর্ধেক বেতন এবং যেসব শ্রমিকের চাকরির মেয়াদ এক বছরের কম, তাঁদের বেতন চলতি মাসের ২৯ তারিখের মধ্যে পরিশোধের দাবি জানান। এ নিয়ে কয়েক দিন ধরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিগুলো অযৌক্তিক আখ্যা দিয়ে শ্রমিক প্রতিনিধির সঙ্গে দফায় দফায় আলোচনা করেন।
এরপর শ্রমিকেরা তাঁদের দাবি আদায় করতে গত শুক্রবার ও গতকাল কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। গতকাল শনিবার বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানাটির মেশিনে ভাঙচুর চালান। পরে বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।
এদিকে আজ সকালে কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখে ফের বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। পরে দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি দল, গাজীপুর শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে আজ কারখানা দুটির শ্রমিকেরা কাজে যোগ দেননি।
জানতে চাইলে কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইমরুল কায়েস সুজন আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। তাঁদের অধিকাংশ দাবি অযৌক্তিক। শ্রমিকেরা কারখানার ভেতরে ভাঙচুর চালিয়েছেন। ভাঙচুর ও কর্মকর্তা–কর্মচারীদের জানমাল রক্ষায় অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে নোটিশ ঝোলানো হয়েছিল। সেনাবাহিনী, পুলিশ ও শ্রমিকদের প্রতিনিধির সঙ্গে কথা বলে দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকেরা ফের অযৌক্তিক দাবি না জানালে আগামীকাল সোমবার থেকে কারখানা চালু থাকবে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, শ্রমিক প্রতিনিধি, সেনাবাহিনী, কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশের সমন্বয়ে আলোচনা শেষে শ্রমিকদের দাবিগুলো মেনে নিয়েছে কারখানার মালিক। আগামীকাল থেকে কারখানা চালু থাকবে। শ্রমিকেরা কাজে যোগ দেবেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে