
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার এক মাস হয়ে গেলেও হত্যাকারীদের চিহ্নিত করে ধরতে না পারায় হতাশা প্রকাশ করেছেন ফারদিনের বাবা কাজী নুর উদ্দিন।
আজ মঙ্গলবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুয়েট শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে ফারদিনের বাবা বলেন, ‘সন্তান হারিয়ে আমার আর বলার কিছু নেই। বুয়েটে সবকিছু ঠিকঠাক চলছে, শুধু আমার বাবা (ছেলে) নেই।’
কাজী নূর উদ্দিন বলেন, ‘এক মাস হয়ে গেল কিন্তু কাউকে চিহ্নিত করা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী কাউরে ধরতে পারল না। একজন বাবা হিসেবে আমার কিছু বলার নেই।’ এ সময় অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন ফারদিনের বাবা।
ফারদিনের বাবা বলেন, ‘ফারদিনের সহপাঠী, বন্ধুরা আজ বিচারের দাবিতে দাঁড়িয়েছে। কিন্তু বুয়েট প্রশাসন কোনো কিছু করেনি।’ প্রশাসন যদি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে, খোঁজখবর রাখে তাহলে অপরাধী শনাক্ত করে বিচারের আওতায় আনার কাজ সহজ হবে বলে আশা করেন তিনি।
কাজী নূর উদ্দিন আরও বলেন, ‘বুয়েট থেকে আর কোনো সন্তান যেন মায়ের বুক খালি করে না চলে না যায়। বুয়েটের বর্তমানে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তাহীনতার চাদরে ঢেকে ফেলেছে, সকলে অনিশ্চয়তার ভেতর আছেন। দ্রুত সময়ে যদি ফারদিনের হত্যাকারীদের খুঁজে বের করা যায় তাহলে শিক্ষার্থী ও অভিভাবকেরা আস্থা ফিরে পাবে।’
মানববন্ধনে বুয়েট শিক্ষার্থীরা বলেন, মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে আসা পরস্পরবিরোধী তথ্য দেখে আমরা বিভ্রান্ত। বুয়েট শিক্ষার্থীরা ফারদিন নূর পরশের খুনিদের শনাক্ত করে দ্রুত সময়ে গ্রেপ্তার এবং তাদের বিচারের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাই। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত হওয়ার আগে পর্যন্ত বুয়েট শিক্ষার্থীরা ফারদিনের পরিবারের পাশে আছে এবং থাকবে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৯ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৩ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে