সাভার (ঢাকা) প্রতিনিধি

ছিনতাইকারীকে থানায় ধরে নিয়ে যাওয়া পোশাক শ্রমিক সুমাইয়ার মোবাইলটি অবশেষে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে সুমাইয়ার হাতে মোবাইল তুলে দেওয়া হয়। গতকাল সোমবার সন্ধ্যায় ছিনতাইয়ের শিকার হয়ে ছিনতাইকারীকে ধরে নিয়ে থানায় হাজির হন সুমাইয়া।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ছিনতাইকারীকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা–পুলিশ। গ্রেপ্তার ছিনতাইকারী সুমন সরকার বগুড়া জেলার শেরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী তরুণীর নাম সুমাইয়া। স্থানীয় একটি গার্মেন্টস শ্রমিকের কাজ করেন তিনি। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর গ্রামের বাড়ি বরিশাল। বর্তমানে আশুলিয়াতেই সপরিবারে বসবাস করছেন। অফিস ছুটির পর বাড়ি ফেরার সময় চলন্ত ভ্যান থেকে ছিনতাইয়ের শিকার হন তিনি। সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে এ ঘটনা ঘটে। পরে দৌড়ে গিয়ে পথচারীদের সহায়তায় ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন তিনি।
সুমাইয়া বলেন, ‘ছিনতাইকারীকে পথচারীদের সহায়তায় ধরতে পারলেও তখন তাঁর কাছে মোবাইল ছিল না। পরে তাকে নিয়ে থানায় চলে আসি। পরে ছিনতাইকারী বলে সে মোবাইল নাকি ছুড়ে ফেলেছে। পরে পুলিশ মোবাইলটি খুঁজে বের করে আমাকে ফেরত দেয়।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, সুমাইয়া যখন ছিনতাইকারী সুমনের পিছু নেয় তখন সুমন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের জানালার ভেতর মোবাইলটি ছুড়ে মারে। আমরা মোবাইলে কল দিলে মাইক্রোবাসের চালকের সঙ্গে কথা হয়। পরে মাইক্রোবাসের চালক মোবাইলটি আমাদের কাছে পৌঁছে দিয়ে যায়। পরে আমরা ভুক্তভোগীর কাছে মোবাইলটি হস্তান্তর করি। এ ছাড়া সুমনকে আদালতে পাঠানো হয়েছে।’

ছিনতাইকারীকে থানায় ধরে নিয়ে যাওয়া পোশাক শ্রমিক সুমাইয়ার মোবাইলটি অবশেষে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে সুমাইয়ার হাতে মোবাইল তুলে দেওয়া হয়। গতকাল সোমবার সন্ধ্যায় ছিনতাইয়ের শিকার হয়ে ছিনতাইকারীকে ধরে নিয়ে থানায় হাজির হন সুমাইয়া।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ছিনতাইকারীকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা–পুলিশ। গ্রেপ্তার ছিনতাইকারী সুমন সরকার বগুড়া জেলার শেরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী তরুণীর নাম সুমাইয়া। স্থানীয় একটি গার্মেন্টস শ্রমিকের কাজ করেন তিনি। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর গ্রামের বাড়ি বরিশাল। বর্তমানে আশুলিয়াতেই সপরিবারে বসবাস করছেন। অফিস ছুটির পর বাড়ি ফেরার সময় চলন্ত ভ্যান থেকে ছিনতাইয়ের শিকার হন তিনি। সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে এ ঘটনা ঘটে। পরে দৌড়ে গিয়ে পথচারীদের সহায়তায় ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন তিনি।
সুমাইয়া বলেন, ‘ছিনতাইকারীকে পথচারীদের সহায়তায় ধরতে পারলেও তখন তাঁর কাছে মোবাইল ছিল না। পরে তাকে নিয়ে থানায় চলে আসি। পরে ছিনতাইকারী বলে সে মোবাইল নাকি ছুড়ে ফেলেছে। পরে পুলিশ মোবাইলটি খুঁজে বের করে আমাকে ফেরত দেয়।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, সুমাইয়া যখন ছিনতাইকারী সুমনের পিছু নেয় তখন সুমন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের জানালার ভেতর মোবাইলটি ছুড়ে মারে। আমরা মোবাইলে কল দিলে মাইক্রোবাসের চালকের সঙ্গে কথা হয়। পরে মাইক্রোবাসের চালক মোবাইলটি আমাদের কাছে পৌঁছে দিয়ে যায়। পরে আমরা ভুক্তভোগীর কাছে মোবাইলটি হস্তান্তর করি। এ ছাড়া সুমনকে আদালতে পাঠানো হয়েছে।’

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইদের বেধড়ক পিটুনির শিকার হয়ে তোফায়েল আহম্মদ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তিন ভাইকে আটক করা হয়েছে।
২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ...
২১ মিনিট আগে
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিনের কার্যালয়ে আসনটির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দুটি মৃত কচ্ছপ। দুই দিন আগে থেকে সমুদ্রসৈকতের বালু চরে এসব কচ্ছপ পড়ে থাকতে দেখেন পর্যটক ও স্থানীয়রা। প্রায় তিন ফুট দৈর্ঘ্যের কচ্ছপ দুটির গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে জাহাজ বা জেলেদের জালের আঘাতের কারণে মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে