
কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল ফোন চুরির ঘটনায় মাইক ভাড়া করে চোরকে গালাগাল করেছেন ফয়েজ মিয়া (৬০) নামে এক ব্যক্তি। তিনি পেশায় একজন পান ব্যবসায়ী।
গালাগালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে পড়ে। এতে হাস্যরস ও ব্যাপক আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হয়েছে। তাছাড়া মাইকে অকথ্য ভাষায় গালাগালের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে বিব্রত হন।
জানা গেছে, কয়েক দিন আগে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় ফয়েজ মিয়ার ঘর থেকে দুটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় তিনি গত ১০ ফেব্রুয়ারি দুপুরে মাইক ভাড়া করে এনে চোরকে গালাগাল করেছেন। এ সময় মাইকে গালাগালের দৃশ্যটি কেউ একজন মুঠোফোনে ধারণ করে। পরে গত সোমবার ২৫ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ফলে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে ফয়েজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘৯ দিন আগে আমার ঘর থেকে একটি এন্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন চুরি হয়েছে, যার বাজারমূল্য সাড়ে ১৭ হাজার টাকা। আমি গরিব মানুষ। সামান্য পানের দোকানদার। মোবাইল দুটি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। পরে মাইক ভাড়া করে এনে ইচ্ছেমতো গালিগালাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে মোবাইল ফোনের কাগজপত্র হারিয়ে ফেলেছি। তাই এ ঘটনায় থানায় জিডিও করতে পারতেছি না।’
ফয়েজ মিয়ার মতে, মোবাইল যেহেতু পাব না, তখন চোরকে মনমতো বকা ছাড়া আর কিছুই করার নাই।
এ প্রসঙ্গে জানতে চাইলে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. মানিক চাঁন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘মোবাইল ফোন দুটি চুরি হওয়ায় থানায় জিডি করতে পরামর্শ দিয়েছি। তাছাড়া ফোন দুটি উদ্ধারে আমি নিজেও চেষ্টা করছি।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। যেহেতু শুনেছি। খোঁজ নিয়ে দেখব।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে