নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণের খিলগাঁও সার্কেলের উপপরিদর্শক (এসআই) শাহ আলম এবং তাঁর এক কথিত সোর্সের বিরুদ্ধে বিভিন্ন বাড়িতে তল্লাশির নামে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
গত ৪ জানুয়ারি শাহ আলমের চক্রটির বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় মামলা করেছেন ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট ববি বিন ডিয়াজ নামের এক ব্যবসায়ী।
গত ২৯ ডিসেম্বর তাঁর বাসায় তল্লাশির নামে তাঁকে এবং তাঁর স্ত্রীকে মাদক দিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। এ সময় ২০ লাখ টাকা দাবি করেন শাহ আলম এবং তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা। এত টাকা পরিবারটির কাছে না থাকায় তাদের মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে আলমারির ড্রয়ারে থাকা নগদ চার লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায় শাহ আলম ও তাঁর চক্রটি। আরও ১৬ লাখ টাকা এই চক্র দাবি করে। ২ জানুয়ারি বাকি ১৬ লাখ টাকা দাবি করেন এসআই শাহ আলম। এরপর ওই ব্যবসায়ী ৪ জানুয়ারি মামলা করেন।
ববি বিন ডিয়াজ ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিংয়ের (সিঅ্যান্ডএফ) একজন এজেন্ট। বসবাস করেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। তিনি এজাহারে উল্লেখ করেন, ‘২৯ ডিসেম্বর রাত ৮টার সময় তাঁরা (চক্র) আমার বাসায় প্রবেশ করে সাড়ে ৯টা পর্যন্ত তল্লাশি করেন। যাঁরা আমার বাসায় এসেছিলেন, তাঁদের মধ্যে একজনের গায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউনিফর্ম পোশাক ছিল। তাঁর ডাবল স্টার র্যাঙ্ক ব্যাজ ছিল। নাম লেখা ছিল শাহ আলম। তাঁরা একটি মাইক্রোবাসে আসে। বাকিদের কোনো ইউনিফর্ম ছিল না। একজন নারীও তাঁদের সঙ্গে ছিলেন। তাঁদের মধ্যে অপর একজনের নাম ছিল বাবর। তল্লাশি করে আলমারিতে ৪ লাখ ৩০ হাজার টাকা পায়। এরপর বাবর আমার স্ত্রী এলিন রেসেলের কাছ থেকে সবার সামনেই ওই টাকা নিয়ে চলে যান।’
মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন এসআই শাহ আলম, কনস্টেবল বাবর এবং তাঁদের সোর্স ফয়জুল ইসলাম ওরফে ভাইস্তা রাসেল। ইতিমধ্যে ফয়জুল ইসলামকে গ্রেপ্তার করে এক দিনের রিমান্ড শেষে গত বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় এই চক্রের বিরুদ্ধে মিথ্যা সরকারি কর্মচারী পরিচয় দেওয়া, জোরপূর্বক বাসায় প্রবেশ করা, চাঁদাবাজি এবং হুমকি ও ভয় দেখানোর অভিযোগ করা হয়েছে।
তবে ব্যবসায়ী ববির অভিযোগ অস্বীকার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণের উপপরিচালক মো. মাসুদ হোসেন। তিনি বলেন, ‘গত ২৯ ডিসেম্বর আমাদের একটি বিশেষ অভিযান ছিল। পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে এই অভিযান হয়। এসআই শাহ আলম সেখানে পরে যান। তবে কোন বাসায় অভিযানে যাচ্ছিল, তা আমি জানতাম না। তাঁদের বিষয়ে যে অভিযোগ আসছে, আমাদের সদর দপ্তর তা তদন্ত করছে।’
ব্যবসায়ী ববি বিন ডিয়াজ থানায় মামলা করার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেও একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) কাজী আল আমিন।
এদিকে এই ঘটনায় অভিযুক্তদের কথা বলতে নিষেধ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানা-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একই সময় তদন্ত করছে। তাই এ বিষয় নিয়ে অভিযুক্তদের কথা বলা নিষেধ।
ঘটনার ১৮ দিনেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ। এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি এখনো তদন্তাধীন। যিনি মূল অপরাধী, সেই ফয়জুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হবে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণের খিলগাঁও সার্কেলের উপপরিদর্শক (এসআই) শাহ আলম এবং তাঁর এক কথিত সোর্সের বিরুদ্ধে বিভিন্ন বাড়িতে তল্লাশির নামে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
গত ৪ জানুয়ারি শাহ আলমের চক্রটির বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় মামলা করেছেন ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট ববি বিন ডিয়াজ নামের এক ব্যবসায়ী।
গত ২৯ ডিসেম্বর তাঁর বাসায় তল্লাশির নামে তাঁকে এবং তাঁর স্ত্রীকে মাদক দিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। এ সময় ২০ লাখ টাকা দাবি করেন শাহ আলম এবং তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা। এত টাকা পরিবারটির কাছে না থাকায় তাদের মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে আলমারির ড্রয়ারে থাকা নগদ চার লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায় শাহ আলম ও তাঁর চক্রটি। আরও ১৬ লাখ টাকা এই চক্র দাবি করে। ২ জানুয়ারি বাকি ১৬ লাখ টাকা দাবি করেন এসআই শাহ আলম। এরপর ওই ব্যবসায়ী ৪ জানুয়ারি মামলা করেন।
ববি বিন ডিয়াজ ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিংয়ের (সিঅ্যান্ডএফ) একজন এজেন্ট। বসবাস করেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। তিনি এজাহারে উল্লেখ করেন, ‘২৯ ডিসেম্বর রাত ৮টার সময় তাঁরা (চক্র) আমার বাসায় প্রবেশ করে সাড়ে ৯টা পর্যন্ত তল্লাশি করেন। যাঁরা আমার বাসায় এসেছিলেন, তাঁদের মধ্যে একজনের গায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউনিফর্ম পোশাক ছিল। তাঁর ডাবল স্টার র্যাঙ্ক ব্যাজ ছিল। নাম লেখা ছিল শাহ আলম। তাঁরা একটি মাইক্রোবাসে আসে। বাকিদের কোনো ইউনিফর্ম ছিল না। একজন নারীও তাঁদের সঙ্গে ছিলেন। তাঁদের মধ্যে অপর একজনের নাম ছিল বাবর। তল্লাশি করে আলমারিতে ৪ লাখ ৩০ হাজার টাকা পায়। এরপর বাবর আমার স্ত্রী এলিন রেসেলের কাছ থেকে সবার সামনেই ওই টাকা নিয়ে চলে যান।’
মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন এসআই শাহ আলম, কনস্টেবল বাবর এবং তাঁদের সোর্স ফয়জুল ইসলাম ওরফে ভাইস্তা রাসেল। ইতিমধ্যে ফয়জুল ইসলামকে গ্রেপ্তার করে এক দিনের রিমান্ড শেষে গত বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় এই চক্রের বিরুদ্ধে মিথ্যা সরকারি কর্মচারী পরিচয় দেওয়া, জোরপূর্বক বাসায় প্রবেশ করা, চাঁদাবাজি এবং হুমকি ও ভয় দেখানোর অভিযোগ করা হয়েছে।
তবে ব্যবসায়ী ববির অভিযোগ অস্বীকার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণের উপপরিচালক মো. মাসুদ হোসেন। তিনি বলেন, ‘গত ২৯ ডিসেম্বর আমাদের একটি বিশেষ অভিযান ছিল। পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে এই অভিযান হয়। এসআই শাহ আলম সেখানে পরে যান। তবে কোন বাসায় অভিযানে যাচ্ছিল, তা আমি জানতাম না। তাঁদের বিষয়ে যে অভিযোগ আসছে, আমাদের সদর দপ্তর তা তদন্ত করছে।’
ব্যবসায়ী ববি বিন ডিয়াজ থানায় মামলা করার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেও একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) কাজী আল আমিন।
এদিকে এই ঘটনায় অভিযুক্তদের কথা বলতে নিষেধ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানা-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একই সময় তদন্ত করছে। তাই এ বিষয় নিয়ে অভিযুক্তদের কথা বলা নিষেধ।
ঘটনার ১৮ দিনেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ। এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি এখনো তদন্তাধীন। যিনি মূল অপরাধী, সেই ফয়জুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হবে।’

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৮ ঘণ্টা আগে