পিরোজপুর প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে প্রতীক পেয়েই প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম. রেজউল করিম এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এর কর্মী-সমর্থকেরা।
আজ সোমবার দুপুরে প্রতীক পেয়েই প্রচারণায় নেমেছেন দুই দলের কর্মী-সমর্থকেরা। দুপুরে পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে প্রচার চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়াল এর সমর্থকেরা। অন্যদিকে দুপুরেই ইন্দুরকানী উপজেলার বালিপাড়া, চন্ডিপুর বটতলা এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী শ. ম. রেজউল করিমসহ প্রচারণা চালিয়েছে তার সমর্থকেরা।
বিগত কয়েকদিন ধরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় পিরোজপুর-১ আসনে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গেই অনেকটা পরিবর্তন দেখা গেছে।
আসনটিতে প্রধান দুই দলের সমর্থকেরা ভিন্ন ভিন্ন জায়গায় প্রচার চালিয়েছেন। তবে কয়েকদিনে ঘটনায় জনমনে তথা ভোটারদের মনে কিছুটা আতংক বিরাজ করছে। সুন্দর একটি উৎসব মুখর পরিবেশে ভোট দিতে চায় সাধারণ ভোটারেরা।
জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া বলেন, প্রতীক পেয়েই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শ. ম. রেজউল করিমসহ আমরা ইন্দুরকানী উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছি। আশা করছি মানুষ নৌকাকে সহজ ভাবে গ্রগণ করবে।
পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফজ্জল হোসেন মল্লিক বলেন, পিরোজপুর-১ আসনে কিছুটা ভিন্ন হাওয়া বইছে। আমাদের কর্মীদের ওপরে হামলা ভাঙচুরের ঘটনা বিগত কয়েকদিন ধরেই ঘটছে। এর মধ্যেও আমরা স্বতন্ত্রপ্রার্থীর এ কে এম এ আউয়ালের ঈগল মার্কার প্রচারণা চালাচ্ছি। আমরা প্রশাসনের সহায়তা কামরা করছি।
জানা গেছে, গত ৯ ডিসেম্বর পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের এক কর্মীসভা থেকে বাড়ি ফেরার পথে শারিকতলা ইউনিয়নে লালন ফকিরকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। এর দুই দিন পরে চিকিৎসারত অবস্থায় লালন ফকির ঢাকার একটি হাসপাতালে মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র করেই পিরোজপুরে নৌকা ও স্বতন্ত্রপ্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে প্রতীক পেয়েই প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ. ম. রেজউল করিম এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এর কর্মী-সমর্থকেরা।
আজ সোমবার দুপুরে প্রতীক পেয়েই প্রচারণায় নেমেছেন দুই দলের কর্মী-সমর্থকেরা। দুপুরে পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে প্রচার চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়াল এর সমর্থকেরা। অন্যদিকে দুপুরেই ইন্দুরকানী উপজেলার বালিপাড়া, চন্ডিপুর বটতলা এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী শ. ম. রেজউল করিমসহ প্রচারণা চালিয়েছে তার সমর্থকেরা।
বিগত কয়েকদিন ধরে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় পিরোজপুর-১ আসনে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গেই অনেকটা পরিবর্তন দেখা গেছে।
আসনটিতে প্রধান দুই দলের সমর্থকেরা ভিন্ন ভিন্ন জায়গায় প্রচার চালিয়েছেন। তবে কয়েকদিনে ঘটনায় জনমনে তথা ভোটারদের মনে কিছুটা আতংক বিরাজ করছে। সুন্দর একটি উৎসব মুখর পরিবেশে ভোট দিতে চায় সাধারণ ভোটারেরা।
জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া বলেন, প্রতীক পেয়েই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শ. ম. রেজউল করিমসহ আমরা ইন্দুরকানী উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছি। আশা করছি মানুষ নৌকাকে সহজ ভাবে গ্রগণ করবে।
পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফজ্জল হোসেন মল্লিক বলেন, পিরোজপুর-১ আসনে কিছুটা ভিন্ন হাওয়া বইছে। আমাদের কর্মীদের ওপরে হামলা ভাঙচুরের ঘটনা বিগত কয়েকদিন ধরেই ঘটছে। এর মধ্যেও আমরা স্বতন্ত্রপ্রার্থীর এ কে এম এ আউয়ালের ঈগল মার্কার প্রচারণা চালাচ্ছি। আমরা প্রশাসনের সহায়তা কামরা করছি।
জানা গেছে, গত ৯ ডিসেম্বর পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়ালের এক কর্মীসভা থেকে বাড়ি ফেরার পথে শারিকতলা ইউনিয়নে লালন ফকিরকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। এর দুই দিন পরে চিকিৎসারত অবস্থায় লালন ফকির ঢাকার একটি হাসপাতালে মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র করেই পিরোজপুরে নৌকা ও স্বতন্ত্রপ্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৭ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৮ ঘণ্টা আগে