ঢাবি সংবাদদাতা

খুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বর থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।
এ সময় পূর্ব ঘোষিত শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করতে তারা ডাস চত্বরে জড়ো হতে থাকে। পরে রাত ১০টার পর মিছিল নিয়ে তারা ভিসি চত্বর, হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ যান।
শিক্ষার্থীদের উপস্থিতি আশানুরূপ না হওয়ায় তারা ব্লকেড কর্মসূচি স্থগিত করে রাত পৌনে ১১টায় শাহবাগ চত্বরে সমাবেশ করেন। তবে সেখানে সমাবেশের ফলে যান চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।
এ সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর একাধিক প্রতিষ্ঠানের বেশকিছু শিক্ষার্থীও অংশ নেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, কুয়েটে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা টেন্ডার আসে। এ টাকা আত্মসাৎ করার জন্য প্রতিটি ভিসি লাঠিয়াল বাহিনী রাখতো। আগের ভিসি রাখতো ছাত্রলীগকে। আর এই ভিসি ছাত্রদল, যুবদলদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। তারা লাঠিয়াল বাহিনী থেকে আরো এক ধাপ এগিয়ে রামদা বাহিনী তৈরি করেছে।
তিনি বলেন, জুলাইয়ের শহীদদের রক্তে বলিয়ান হয়ে কুয়েট ভিসিকে পদত্যাগ করাবোই বলে। এ সময় তিনি আগামীকাল বৃহস্পতিবার সকল ক্যাম্পাস থেকে কুয়েটের ভিসির পদত্যাগের জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আজকে আমার ভাইয়ের যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন ভিসি নির্লজ্জের মতো গদিতে বসে আছে। ভিসির পদত্যাগ ছাড়া শিক্ষার্থীরা অনশন ভাঙবে না। স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরা লং মার্চ টু কুয়েট কর্মসূচি দেবো।

ঢাকা কলেজের প্রতিনিধি ইব্রাহিম খলিল বলেন, কুয়েটের নির্লজ্জ ভিসি বলেছে, তিনি তার পদ থেকে নড়বে না। অনতিবিলম্বে কুয়েট ভিসি পদত্যাগ না করলে আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা অনশনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াব।

খুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বুধবার (২৩ এপ্রিল) রাত সাড়ে সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বর থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।
এ সময় পূর্ব ঘোষিত শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করতে তারা ডাস চত্বরে জড়ো হতে থাকে। পরে রাত ১০টার পর মিছিল নিয়ে তারা ভিসি চত্বর, হলপাড়া ঘুরে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ যান।
শিক্ষার্থীদের উপস্থিতি আশানুরূপ না হওয়ায় তারা ব্লকেড কর্মসূচি স্থগিত করে রাত পৌনে ১১টায় শাহবাগ চত্বরে সমাবেশ করেন। তবে সেখানে সমাবেশের ফলে যান চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।
এ সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর একাধিক প্রতিষ্ঠানের বেশকিছু শিক্ষার্থীও অংশ নেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, কুয়েটে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা টেন্ডার আসে। এ টাকা আত্মসাৎ করার জন্য প্রতিটি ভিসি লাঠিয়াল বাহিনী রাখতো। আগের ভিসি রাখতো ছাত্রলীগকে। আর এই ভিসি ছাত্রদল, যুবদলদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। তারা লাঠিয়াল বাহিনী থেকে আরো এক ধাপ এগিয়ে রামদা বাহিনী তৈরি করেছে।
তিনি বলেন, জুলাইয়ের শহীদদের রক্তে বলিয়ান হয়ে কুয়েট ভিসিকে পদত্যাগ করাবোই বলে। এ সময় তিনি আগামীকাল বৃহস্পতিবার সকল ক্যাম্পাস থেকে কুয়েটের ভিসির পদত্যাগের জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আজকে আমার ভাইয়ের যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন ভিসি নির্লজ্জের মতো গদিতে বসে আছে। ভিসির পদত্যাগ ছাড়া শিক্ষার্থীরা অনশন ভাঙবে না। স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরা লং মার্চ টু কুয়েট কর্মসূচি দেবো।

ঢাকা কলেজের প্রতিনিধি ইব্রাহিম খলিল বলেন, কুয়েটের নির্লজ্জ ভিসি বলেছে, তিনি তার পদ থেকে নড়বে না। অনতিবিলম্বে কুয়েট ভিসি পদত্যাগ না করলে আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা অনশনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে