নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদযাত্রার নামে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্য ১৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এসব নির্দেশ দেন।
যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন ধানমন্ডি থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্য মো. সাইফুল ইসলাম, রিপন হোসেন, মোহাম্মদ রুহুল, আব্দুস সালাম, মো. সুজন, নজরুল ইসলাম, শফিকুর রহমান, রুবেল হোসেন, সাব্বির আহমেদ, আমিনুল ইসলাম ও শাহ আলম।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল, মো. জুয়েল (কালুনগর), মজিবুর রহমান সাঞ্জু, মো. রুবেল, জিয়াউল ইসলাম, মো. জুয়েল (কামরাঙ্গীরচর), মো. আমিন, ইব্রাহিম খলিল পারভেজ, সোহেল রানা, আলী হোসেন, মো. সিদ্দিক, মো. রাসেল, রুবেল (হাজারীবাগ), মো. শাহিন ও তারেকুল ইসলাম।
বিকেলের দিকে ধানমন্ডি থানা-পুলিশ ২৭ আসামিকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই শাহিদী হাসান ১২ জনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অপর ১৫ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল করে ১২ জনের জামিনের আবেদন করেন এবং পৃথক আবেদনে ১৫ জনের জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং ১২ জনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল মঙ্গলবার ধানমন্ডির সিটি কলেজের সামনে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে মিরপুর রোডে সমাবেশ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর ঘটনাস্থল থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরের দিকে ৫২ জন নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে ধানমন্ডি থানা-পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, গতকাল ২৩ মে বেলা ৩টা ৫ মিনিটের সময় ধানমন্ডি থানাধীন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পদযাত্রা শুরু করেন। তাঁরা সাতমসজিদ রোড, জিগাতলা হয়ে সিটি কলেজের সামনে মিরপুর রোডে ফুটপাতের ওপর ১০-১৫ হাজার নেতা-কর্মী জড়ো হয়ে সমাবেশ করেন। সমাবেশে সমাপনী বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে এজাহার নামীয় নেতা-কর্মীরা এবং অজ্ঞাতনামা নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। তাঁরা বাসের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশদের ওপর হামলা করেন। ইটপাটকেল নিক্ষেপ করেন। রাস্তায় গাড়িতে আগুন ধরিয়ে দেন। গাড়ি ভাঙচুরসহ জানমালের ক্ষতিসাধন করেন। পুলিশের কর্তব্যের কাজে বাধা সৃষ্টি করেন। তাঁরা নাশকতামূলক কর্মকাণ্ডের আশ্রয় নেন। তাঁদের ছত্রভঙ্গ করার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১০টি ককটেলের বিস্ফোরিত অংশ, বিভিন্ন গাড়ির ভাঙা গ্লাস, ২৫টি লোহার রড, ৫৬টি বাঁশের লাঠি, ১৫২ টুকরা ইট ভাঙা জব্দ করা হয়।
নিউমার্কেট থানার মামলা
নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় আট বিএনপি নেতা-কর্মীকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অপর দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় আটজনকে তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় দুজনকে কারাগারে রাখার আবেদন জানালে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল মঙ্গলবার সিটি কলেজের সামনে ও সায়েন্স ল্যাবরেটরির মোড়ে পদযাত্রা শেষে সমাবেশ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সেখান থেকে ফেরার পথে নিউমার্কেট এলাকায় তাঁরা ভাঙচুর করেন, পুলিশের কাজে বাধা দেন এবং গাড়ি ভাঙচুরসহ জানমালের ক্ষতিসাধন করেন। সেখান থেকে ১০ জনকে আটক করা হয়। পরে আজ বুধবার নিউমার্কেট থানায় পুলিশ বাদী হয়ে নাশকতার মামলা দায়ের করে।

পদযাত্রার নামে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্য ১৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এসব নির্দেশ দেন।
যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে, তাঁরা হলেন ধানমন্ডি থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, বিএনপি ও অঙ্গসংগঠনের সদস্য মো. সাইফুল ইসলাম, রিপন হোসেন, মোহাম্মদ রুহুল, আব্দুস সালাম, মো. সুজন, নজরুল ইসলাম, শফিকুর রহমান, রুবেল হোসেন, সাব্বির আহমেদ, আমিনুল ইসলাম ও শাহ আলম।
যাঁদের কারাগারে পাঠানো হয়েছে, তাঁরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল, মো. জুয়েল (কালুনগর), মজিবুর রহমান সাঞ্জু, মো. রুবেল, জিয়াউল ইসলাম, মো. জুয়েল (কামরাঙ্গীরচর), মো. আমিন, ইব্রাহিম খলিল পারভেজ, সোহেল রানা, আলী হোসেন, মো. সিদ্দিক, মো. রাসেল, রুবেল (হাজারীবাগ), মো. শাহিন ও তারেকুল ইসলাম।
বিকেলের দিকে ধানমন্ডি থানা-পুলিশ ২৭ আসামিকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই শাহিদী হাসান ১২ জনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। অপর ১৫ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল করে ১২ জনের জামিনের আবেদন করেন এবং পৃথক আবেদনে ১৫ জনের জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং ১২ জনকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল মঙ্গলবার ধানমন্ডির সিটি কলেজের সামনে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে মিরপুর রোডে সমাবেশ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর ঘটনাস্থল থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরের দিকে ৫২ জন নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে ধানমন্ডি থানা-পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, গতকাল ২৩ মে বেলা ৩টা ৫ মিনিটের সময় ধানমন্ডি থানাধীন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পদযাত্রা শুরু করেন। তাঁরা সাতমসজিদ রোড, জিগাতলা হয়ে সিটি কলেজের সামনে মিরপুর রোডে ফুটপাতের ওপর ১০-১৫ হাজার নেতা-কর্মী জড়ো হয়ে সমাবেশ করেন। সমাবেশে সমাপনী বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে এজাহার নামীয় নেতা-কর্মীরা এবং অজ্ঞাতনামা নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। তাঁরা বাসের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশদের ওপর হামলা করেন। ইটপাটকেল নিক্ষেপ করেন। রাস্তায় গাড়িতে আগুন ধরিয়ে দেন। গাড়ি ভাঙচুরসহ জানমালের ক্ষতিসাধন করেন। পুলিশের কর্তব্যের কাজে বাধা সৃষ্টি করেন। তাঁরা নাশকতামূলক কর্মকাণ্ডের আশ্রয় নেন। তাঁদের ছত্রভঙ্গ করার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১০টি ককটেলের বিস্ফোরিত অংশ, বিভিন্ন গাড়ির ভাঙা গ্লাস, ২৫টি লোহার রড, ৫৬টি বাঁশের লাঠি, ১৫২ টুকরা ইট ভাঙা জব্দ করা হয়।
নিউমার্কেট থানার মামলা
নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় আট বিএনপি নেতা-কর্মীকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অপর দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় আটজনকে তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় দুজনকে কারাগারে রাখার আবেদন জানালে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল মঙ্গলবার সিটি কলেজের সামনে ও সায়েন্স ল্যাবরেটরির মোড়ে পদযাত্রা শেষে সমাবেশ করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সেখান থেকে ফেরার পথে নিউমার্কেট এলাকায় তাঁরা ভাঙচুর করেন, পুলিশের কাজে বাধা দেন এবং গাড়ি ভাঙচুরসহ জানমালের ক্ষতিসাধন করেন। সেখান থেকে ১০ জনকে আটক করা হয়। পরে আজ বুধবার নিউমার্কেট থানায় পুলিশ বাদী হয়ে নাশকতার মামলা দায়ের করে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
৩৯ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৪২ মিনিট আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে