কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে খোলামোড়া এলাকায় টাকা লেনদেনের ঘটনায় ছুরিকাঘাতে হাসান (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। হাসান চকবাজারে একটি দোকানের কর্মচারী ছিল।
রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোলামোড়ায় একটি সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু মো. রুবেল জানান, হাসান চকবাজারে একটি দোকানে কাজ করত। একই এলাকার আরেক বন্ধু আজাদের কাছ থেকে ১০-১২ দিন আগে ২ হাজার টাকা ধার নেয় হাসান। এর মধ্যে ১ হাজার টাকা পরিশোধ করে। আরও ১ হাজার টাকা পায় আজাদ। এই টাকা নিয়ে দুজনের মধ্যে মোবাইলে ঝগড়া হয়।
রুবেল আরও জানান, আজকে সন্ধ্যার দিকে হাসান কাজ শেষ করে বাসায় ফিরছিল। পথে খোলামোড়া বঙ্গবন্ধু রোডে এলে আজাদ, কালু, পারভেজসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বুকে ও বাঁ পায়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাসানের বাবা মো. হালিম বলেন, কেরানীগঞ্জ খোলামোড়া মুসলিমনগরে তাঁদের নিজেদের বাড়ি। হাসান চকবাজারের একটি দোকানে কাজ করত। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। সন্ধ্যার দিকে জানতে পারি, কেবা কারা হাসানকে ছুরিকাঘাত করেছে। দ্রুত সেখানে গিয়ে হাসানকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের বুকে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জে খোলামোড়া এলাকায় টাকা লেনদেনের ঘটনায় ছুরিকাঘাতে হাসান (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। হাসান চকবাজারে একটি দোকানের কর্মচারী ছিল।
রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোলামোড়ায় একটি সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু মো. রুবেল জানান, হাসান চকবাজারে একটি দোকানে কাজ করত। একই এলাকার আরেক বন্ধু আজাদের কাছ থেকে ১০-১২ দিন আগে ২ হাজার টাকা ধার নেয় হাসান। এর মধ্যে ১ হাজার টাকা পরিশোধ করে। আরও ১ হাজার টাকা পায় আজাদ। এই টাকা নিয়ে দুজনের মধ্যে মোবাইলে ঝগড়া হয়।
রুবেল আরও জানান, আজকে সন্ধ্যার দিকে হাসান কাজ শেষ করে বাসায় ফিরছিল। পথে খোলামোড়া বঙ্গবন্ধু রোডে এলে আজাদ, কালু, পারভেজসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বুকে ও বাঁ পায়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাসানের বাবা মো. হালিম বলেন, কেরানীগঞ্জ খোলামোড়া মুসলিমনগরে তাঁদের নিজেদের বাড়ি। হাসান চকবাজারের একটি দোকানে কাজ করত। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। সন্ধ্যার দিকে জানতে পারি, কেবা কারা হাসানকে ছুরিকাঘাত করেছে। দ্রুত সেখানে গিয়ে হাসানকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের বুকে ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
৬ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
৩১ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে