নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ও তাঁর স্ত্রীর নামে পৃথক দুটিসহ মোট তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাপনের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রায় ২০ কোটি ৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর ২০টি ব্যাংক হিসাবে ৭৪২ কোটি ৭৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যপ্রমাণ পেয়েছে সংস্থাটি।
আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম। তিনি বলেন, পাপনের বিরুদ্ধে কমিশনের অনুমোদন সাপেক্ষে মামলা দায়ের করা হয়েছে।
বিসিবির সাবেক এই সভাপতি ছাড়াও তাঁর স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধে একটি মামলা করেছে দুদক। মামলায় তাঁর বিরুদ্ধে ১২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৯ কোটি ৩২ লাখ টাকার দুর্নীতির লেনদেনের অভিযোগ রয়েছে।
অন্যদিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবেক নির্বাহী পরিচালক এবং বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ৮টি ব্যাংক অ্যাকাউন্টে ৩ কোটি ৩০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আরেকটি মামলা করা হয়েছে।
এ ছাড়া পাপনের ছেলে রাফসান রহমান, দুই মেয়ে রুশমিলা রহমান (অহনা) ও সুনেহরা রহমান (তন্নি), তন্নির স্বামী ও বেক্সিমকো ফার্মার স্ট্র্যাটেজিক ব্র্যান্ড ম্যানেজার রাকিন আল মাহমুদ এবং ইসমাইল হায়দার মল্লিকের স্ত্রী সুলতানা নিঝুমের সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এর আগে গত ১৮ মার্চ দুদক বিসিবির সাবেক সভাপতি পাপনের নামে থাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক। অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের দল গঠন করা হয়। তার আগে ১৬ মার্চ নাজমুল হাসান, তাঁর স্ত্রী রোকসানা হাসান, মেয়ে সুনেহরা রহমান, রুশমিলা রহমান এবং ছেলে রাফসান হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ও তাঁর স্ত্রীর নামে পৃথক দুটিসহ মোট তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাপনের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রায় ২০ কোটি ৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর ২০টি ব্যাংক হিসাবে ৭৪২ কোটি ৭৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যপ্রমাণ পেয়েছে সংস্থাটি।
আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম। তিনি বলেন, পাপনের বিরুদ্ধে কমিশনের অনুমোদন সাপেক্ষে মামলা দায়ের করা হয়েছে।
বিসিবির সাবেক এই সভাপতি ছাড়াও তাঁর স্ত্রী রোকসানা হাসানের বিরুদ্ধে একটি মামলা করেছে দুদক। মামলায় তাঁর বিরুদ্ধে ১২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৯ কোটি ৩২ লাখ টাকার দুর্নীতির লেনদেনের অভিযোগ রয়েছে।
অন্যদিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাবেক নির্বাহী পরিচালক এবং বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ টাকার অবৈধ সম্পদ এবং ৮টি ব্যাংক অ্যাকাউন্টে ৩ কোটি ৩০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আরেকটি মামলা করা হয়েছে।
এ ছাড়া পাপনের ছেলে রাফসান রহমান, দুই মেয়ে রুশমিলা রহমান (অহনা) ও সুনেহরা রহমান (তন্নি), তন্নির স্বামী ও বেক্সিমকো ফার্মার স্ট্র্যাটেজিক ব্র্যান্ড ম্যানেজার রাকিন আল মাহমুদ এবং ইসমাইল হায়দার মল্লিকের স্ত্রী সুলতানা নিঝুমের সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এর আগে গত ১৮ মার্চ দুদক বিসিবির সাবেক সভাপতি পাপনের নামে থাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক। অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের দল গঠন করা হয়। তার আগে ১৬ মার্চ নাজমুল হাসান, তাঁর স্ত্রী রোকসানা হাসান, মেয়ে সুনেহরা রহমান, রুশমিলা রহমান এবং ছেলে রাফসান হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩০ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
৪২ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
১ ঘণ্টা আগে