নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারে চলন্ত বাসে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় ইতিহাস পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ছুরি দিয়ে ভয় দেখিয়ে যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালপত্র লুটে নিয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী যাত্রীরা বাসের চালক ও তাঁর সহকারীকে আটক করে বাসসহ সাভার থানা–পুলিশের হেফাজতে দিয়েছে। এ ঘটনায় এক নারী যাত্রী আজ শনিবার সাভার থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ নিয়ে গত দুই মাসে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার থানা এলাকায় দিনের বেলায় চলন্ত বাসে অন্তত তিনটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটল। এর আগে গত ২ মার্চ বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনি বাসস্ট্যান্ডের কাছে রাজধানী পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে।
থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) মো. ফাইজুর রহমান আজ বিকেল সাড়ে ৫টায় আজকের পত্রিকাকে বলেন, গতকাল বাসে ছিনতাইয়ের ঘটনায় বাসের চালক ও তাঁর সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কোনো মামলা রেকর্ড হয়নি।
ছিনতাইয়ের শিকার যাত্রী মোছাম্মৎ টুনি বলেন, গতকাল বেলা ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা থেকে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি সাভারের ব্যাংকটাউন ব্রিজের কাছ পৌঁছালে দুজন ছিনতাইকারী বাসে ওঠেন। বাসে ওঠার পরপরই তাঁরা ছুরি বের করে ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। বাসে আগে থেকে একজন ছিনতাইকারী ছিলেন। তিনি ওই দুজনের সঙ্গে ছিনতাইয়ে অংশ নেন। যাত্রীদের টাকা ও মালপত্র ছিনিয়ে নেওয়ার পর তাঁরা ফুলবাড়িয়া এলাকায় নেমে যান।
টুনি আরও বলেন, ছিনতাইয়ের ঘটনার আগে বাসে বসে থাকা ছিনতাইকারীকে চালকের সঙ্গে হাসাহাসি ও গল্পগুজব করতে দেখা যায়।
রিপন মিয়া নামের এক যাত্রী বলেন, ‘বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলেন। যাত্রীদের বেশির ভাগই নারী। কয়েকজন পুরুষ যাত্রী ছিনতাইকারীদের বাধা দিতে চাইলে ছিনতাইকারীরা এক যাত্রীকে ছুরি দিয়ে আঘাত করেন। ছিনতাইকারীরা আমার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেন।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, গতকাল বাসে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তা রেকর্ডের কার্যক্রম চলছে। বাসের চালক ও তাঁর সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাভারে চলন্ত বাসে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় ইতিহাস পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা ছুরি দিয়ে ভয় দেখিয়ে যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালপত্র লুটে নিয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী যাত্রীরা বাসের চালক ও তাঁর সহকারীকে আটক করে বাসসহ সাভার থানা–পুলিশের হেফাজতে দিয়েছে। এ ঘটনায় এক নারী যাত্রী আজ শনিবার সাভার থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ নিয়ে গত দুই মাসে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার থানা এলাকায় দিনের বেলায় চলন্ত বাসে অন্তত তিনটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটল। এর আগে গত ২ মার্চ বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনি বাসস্ট্যান্ডের কাছে রাজধানী পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে।
থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপপরিদর্শক (এসআই) মো. ফাইজুর রহমান আজ বিকেল সাড়ে ৫টায় আজকের পত্রিকাকে বলেন, গতকাল বাসে ছিনতাইয়ের ঘটনায় বাসের চালক ও তাঁর সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কোনো মামলা রেকর্ড হয়নি।
ছিনতাইয়ের শিকার যাত্রী মোছাম্মৎ টুনি বলেন, গতকাল বেলা ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা থেকে বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। বাসটি সাভারের ব্যাংকটাউন ব্রিজের কাছ পৌঁছালে দুজন ছিনতাইকারী বাসে ওঠেন। বাসে ওঠার পরপরই তাঁরা ছুরি বের করে ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। বাসে আগে থেকে একজন ছিনতাইকারী ছিলেন। তিনি ওই দুজনের সঙ্গে ছিনতাইয়ে অংশ নেন। যাত্রীদের টাকা ও মালপত্র ছিনিয়ে নেওয়ার পর তাঁরা ফুলবাড়িয়া এলাকায় নেমে যান।
টুনি আরও বলেন, ছিনতাইয়ের ঘটনার আগে বাসে বসে থাকা ছিনতাইকারীকে চালকের সঙ্গে হাসাহাসি ও গল্পগুজব করতে দেখা যায়।
রিপন মিয়া নামের এক যাত্রী বলেন, ‘বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলেন। যাত্রীদের বেশির ভাগই নারী। কয়েকজন পুরুষ যাত্রী ছিনতাইকারীদের বাধা দিতে চাইলে ছিনতাইকারীরা এক যাত্রীকে ছুরি দিয়ে আঘাত করেন। ছিনতাইকারীরা আমার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেন।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, গতকাল বাসে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তা রেকর্ডের কার্যক্রম চলছে। বাসের চালক ও তাঁর সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে (৫০) কুপিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে এবার ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়ে শাহবাগে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।
২ ঘণ্টা আগে