ঢাকা: চীন সরকারের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা এখন ঢাকার পথে। টিকা আনতে আজ মঙ্গলবার সকাল ৮টা ১২ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি–১৩০জে উড়োজাহাজ দেশটির উদ্দেশে যাত্রা করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে টিকাগুলো ঢাকায় পৌঁছবে।
আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইসএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে দেওয়া চীনা সিনোফোর্মের উপহারের এই টিকার প্যাকেজিং সম্পন্ন হয়েছে। এই টিকা কোম্পানির স্টোরেজ থেকে একটি কাভার্ডভ্যানযোগে চীনের রাজধানীর বেইজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। সেখান থেকে উড়োজাহাজ যোগে ঢাকায় আসবে।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১২ মে চীনের টিকা আসার কথা জানানো হয়েছিল। তবে টিকা কেনা ও আমদানি বিষয়ে দেশটির সঙ্গে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ সরকার।
ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকার তুলনায় চারগুণ বেশি দাম হওয়ায় টিকা নেওয়া হবে কি–না এই সংশয়ে ভুগছে সরকার। এর আগে গত ফেব্রুয়ারিতে দেশটি বাংলাদেশকে সিনোভ্যাকের টিকা দিতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় আর এগোয়নি তারা। এবার টিকা নিতে চাইলেও অতিরিক্ত দাম হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে সরকার।
এ পরিস্থিতিতে চুক্তি হলেও এ বছর টিকা পাওয়া অনিশ্চিত বলে জানিয়েছে চীন। কারণ, দেশটির টিকা পেতে এরই মধ্যে অনেক দেশ আবেদন করেছে। সেই তালিকায় অনেক পিছিয়ে থাকবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বিষয়টি জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, দেশে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ মিলিয়ে ৯৪ লাখের বেশি টিকা দেওয়া শেষ হয়েছে। হাতে আছে মাত্র ৮ লাখের কিছু বেশি টিকা। দ্বিতীয় ডোজের জন্য ঘাটতি প্রায় ১৪ লাখ ডোজ। যা পেতে সেরাম, কোভ্যাক্স এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারকারী ও মজুতকারী বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে সরকার। তবে এখন পর্যন্ত সুখবর মেলেনি।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা এসেছে। যেখানে পাওয়া কথা মোট ২ কোটি ৩০ লাখ ডোজ। ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জুলাইয়ে সেই টিকা আসার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে রাশিয়ার টিকা পাওয়া নিয়ে আমলতান্ত্রিক জটিলতা কাটেনি। আইন মন্ত্রণালয়ের দেওয়া ৩০টি সুপারিশের কারণে স্পুটনিক–ভি টিকা আসায় দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে।
আরও পড়ুন:

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে