ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল আলম রুবেলের এক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমতি না নিয়ে বর্ধিত সভার আয়োজন করা এবং নির্বাচনী ক্যাম্পে ভোটারদের জন্য খাবার রান্না করায় তাঁকে এই জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রায় দুই হাজার লোকের জন্য রান্না করা খাবার (খিচুড়ি) জব্দ করে পাঠানো হয়েছে স্থানীয় চারটি এতিমখানায়। আজ শনিবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফয়েজ উদ্দিন আহমেদ এ অভিযানে নেতৃত্ব দেন।
জরিমানাপ্রাপ্ত মো. আব্দুল জলিল লাঙ্গল প্রতীকের কর্মী ও বৈণ্যা গ্রামের বাসিন্দা।
দৌলতপুর পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভার আয়োজন করে। সেই সভার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি না নেওয়া ও নির্বাচনী ক্যাম্পে খাবার বিতরণ করার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
এ বিষয়ে জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার অনুমতির দায়িত্ব একজনকে দেওয়া হয়েছিল। কিন্তু আবেদনটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে না পৌঁছানোর কারণে ঘটনাটি ঘটেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ফয়েজ উদ্দিন আহমেদ জানান, নির্বাচনী আচরণবিধি ১০ (চ) ধারা অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে কোমল পানীয় ও খাদ্যসামগ্রী পরিবেশন করা যাবে না। কিন্তু জলিল এই আইন ভঙ্গ করেছেন। যে কারণে তাঁকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খাবার জব্দ করে স্থানীয় চারটি এতিমখানায় পাঠানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মানিকগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল আলম রুবেলের এক কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমতি না নিয়ে বর্ধিত সভার আয়োজন করা এবং নির্বাচনী ক্যাম্পে ভোটারদের জন্য খাবার রান্না করায় তাঁকে এই জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রায় দুই হাজার লোকের জন্য রান্না করা খাবার (খিচুড়ি) জব্দ করে পাঠানো হয়েছে স্থানীয় চারটি এতিমখানায়। আজ শনিবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফয়েজ উদ্দিন আহমেদ এ অভিযানে নেতৃত্ব দেন।
জরিমানাপ্রাপ্ত মো. আব্দুল জলিল লাঙ্গল প্রতীকের কর্মী ও বৈণ্যা গ্রামের বাসিন্দা।
দৌলতপুর পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের মাঠে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভার আয়োজন করে। সেই সভার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি না নেওয়া ও নির্বাচনী ক্যাম্পে খাবার বিতরণ করার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
এ বিষয়ে জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার অনুমতির দায়িত্ব একজনকে দেওয়া হয়েছিল। কিন্তু আবেদনটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে না পৌঁছানোর কারণে ঘটনাটি ঘটেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ফয়েজ উদ্দিন আহমেদ জানান, নির্বাচনী আচরণবিধি ১০ (চ) ধারা অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে কোমল পানীয় ও খাদ্যসামগ্রী পরিবেশন করা যাবে না। কিন্তু জলিল এই আইন ভঙ্গ করেছেন। যে কারণে তাঁকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে খাবার জব্দ করে স্থানীয় চারটি এতিমখানায় পাঠানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে