
টাঙ্গাইলের নাগরপুরে জীবিত বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেনকে কাগজপত্রে মৃত দেখিয়ে এককালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর বীর মুক্তিযোদ্ধা নিজেই একটি অভিযোগ করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তরফরাম ঘুনিপাড়া গ্রামের মো. বদর উদ্দিন মিয়ার ছেলে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন দেশ স্বাধীনের পর দীর্ঘদিন দেশে না থাকার সুযোগে একটি কুচক্রী মহল তাঁর বাবা বদর উদ্দিনকে হাত করে এমন কাজ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলার রাখাল ছেলেরা মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েন। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়। যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, বর্তমান সরকার সেই বীরদের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছেন। শুধু তাই নয়, একটু সচ্ছলভাবে জীবন যাপনের জন্য সরকার বিভিন্ন ভাতা চালু করেছে। সরকারের সেই উদ্দেশ্যকে ব্যাহত করে একটি কুচক্রী মহল টাঙ্গাইলের নাগরপুরের জীবিত মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেনকে কাগজপত্রে মৃত দেখিয়ে ভাতা উত্তোলন করছে।
বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। তাঁর গেজেট নম্বর-৭০৮৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকায় ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় তাঁর ক্রমিক নম্বর-৫২১ এবং পরিচিতি নম্বর-০১৯৩০০০৭৫৬৮। দীর্ঘদিন চাকরির সুবাদে দেশের বিভিন্ন জাগায় থাকতেন তিনি। চাকরি শেষে তিনি তাঁর মুক্তিযোদ্ধার সনদসহ সব কাগজপত্র তাঁর মায়ের কাছে রেখে ভারতে চলে যান। দীর্ঘদিন পর বাড়ি ফিরে এসে তাঁর চাকরি ও মুক্তিযোদ্ধার সব কাগজপত্র খোঁজ করেন। বাড়ির লোকজন জানান, সব কাগজপত্র হারিয়ে গেছে। পরে তিনি জানতে পারেন, তাঁকে মৃত দেখিয়ে তাঁর বাবা বদর উদ্দিন প্রতারক চক্রের সঙ্গে হাত মিলিয়ে মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করে আসছেন। বয়সের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত অবস্থায় বর্তমানে বীর মুক্তিযোদ্ধা বেকড়া ইউনিয়নের মুশুরিয়া গ্রামে তাঁর বোনের বাড়িতে অবস্থান করছেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, ‘আমাকে মৃত দেখিয়ে যারা ভাতা উত্তোলনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সঙ্গে আমি আমার ভাতা নিজের নামে ইস্যু করার দাবি জানাচ্ছি।’
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, অভিযোগের বিষয়টি দ্রুত তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে