
বঙ্গবন্ধুর সমগ্র জীবনীতে উৎসর্গ আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রণয় ভার্মা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে এসে হৃদয়ের অন্তস্তল থেকে শ্রদ্ধা প্রদর্শন করছি। তিনি তাঁর জীবনকে উৎসর্গ করেছিলেন এ দেশের মানুষের অধিকার আদায় ও সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য। তাই শ্রদ্ধার সঙ্গে বলছি, বঙ্গবন্ধুর সমগ্র জীবনীতে উৎসর্গ আছে।’
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা। তাই এটি আমাদের অনুপ্রাণিত করবে দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে। তিনি শুধু বাংলাদেশের আদর্শ নন, ভারতীয়দের জন্যও আদর্শ।’
প্রণয় ভার্মা আরও বলেন, উভয় দেশের মানুষের মধ্যে হৃদয়ে হৃদয়ে সম্পর্ক বিদ্যমান। তাই দুই দেশের জনগণ সম্মিলিত হয়ে কাজ করেছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে। আর উভয় রাষ্ট্র কঠোর সংগ্রাম ও আত্মত্যাগের ফলে তাদের স্বাধীনতা পেয়েছে। তাই আগামীতে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে।
এর আগে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন।
এ সময় ঢাকাস্থ ভারতের হাইকমিশনারের প্রথম সেক্রেটারি শ্রী অনিমেষ, দ্বিতীয় সেক্রেটারি বৈভব গোনদানী, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মুনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৪২ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে