নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হয়েছেন। তাঁর নাম মাইদুল ইসলাম সিদ্দিকী (৩৬)।
আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাওলা সংলগ্ন তৃতীয় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
বিমানবন্দর থানার উপপরিদর্শক সুমন চন্দ্র দাস বলেন, ‘সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। তাঁর মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়।’
সুমন চন্দ্র বলেন, গুরুতর আহত অবস্থায় মাইদুল ইসলামকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মাইদুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেল আরোহীকে রাইদা পরিবহনের একটি বাস ধাক্কা দিয়েছে। এতে মোটরসাইকেলে থাকা আরোহী প্রকৌশলী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন।’
মোহাম্মদ ইয়াসির আরাফাত আরও বলেন, ‘তৃতীয় টার্মিনালের দেয়াল ভেঙে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। থার্ড টার্মিনালের সঙ্গে কিছুই হয়নি। একজন নিউজ করে ভিউজ বাড়ানোর চেষ্টা করেছেন। রোডের পাশের ওয়াল কোনো কিছুই ভাঙেনি।’

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী নিহত হয়েছেন। তাঁর নাম মাইদুল ইসলাম সিদ্দিকী (৩৬)।
আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাওলা সংলগ্ন তৃতীয় টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
বিমানবন্দর থানার উপপরিদর্শক সুমন চন্দ্র দাস বলেন, ‘সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। তাঁর মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়।’
সুমন চন্দ্র বলেন, গুরুতর আহত অবস্থায় মাইদুল ইসলামকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মাইদুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেল আরোহীকে রাইদা পরিবহনের একটি বাস ধাক্কা দিয়েছে। এতে মোটরসাইকেলে থাকা আরোহী প্রকৌশলী মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন।’
মোহাম্মদ ইয়াসির আরাফাত আরও বলেন, ‘তৃতীয় টার্মিনালের দেয়াল ভেঙে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। থার্ড টার্মিনালের সঙ্গে কিছুই হয়নি। একজন নিউজ করে ভিউজ বাড়ানোর চেষ্টা করেছেন। রোডের পাশের ওয়াল কোনো কিছুই ভাঙেনি।’

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
২৭ মিনিট আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
৩৬ মিনিট আগে
নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
১ ঘণ্টা আগে