সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে বাসায় ফেরার পথে এস কে ফয়সাল অমি নামে এক শিক্ষানবিশ পাইলটকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ দুটি চাকু উদ্ধার করা হয়।
আজ রোববার সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। পরে দুপুরে তাঁদের ঢাকার আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সুজন (২৮), মো. আশিক (২৫) ও রাকিবুল হাসান (১৮)। তাঁরা সবাই সাভারের বিভিন্ন এলাকায় ভাসমান অবস্থান করছিলেন। সুজনের বিরুদ্ধে সাভার থানায় মাদকসহ পাঁচটি মামলা ও আশিকের বিরুদ্ধে একটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
ভুক্তভোগী ফয়সাল অমি (২৮) সাভারের শাহীবাগ এলাকার বাসিন্দা। রাজধানীর নিকুঞ্জ এলাকায় বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করছেন তিনি। এর আগে ৫ অক্টোবর রাত ৩টার দিকে সাভার পৌর এলাকার রাজাশন জি কে গার্মেন্টসের সামনে ছিনতাইয়ের শিকার হন ভুক্তভোগী।
সে সময় অজ্ঞাতনামা চার ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে ভুক্তভোগীকে জিম্মি করার পাশাপাশি ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাঁকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী বলেন, ছিনতাইয়ের ঘটনার পরদিন ৬ অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার মডেল থানায় মামলা করলে পুলিশ এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে। সর্বশেষ গতকাল শনিবার রাতে এ ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে সাভারের মজিদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সাভারে বাসায় ফেরার পথে এস কে ফয়সাল অমি নামে এক শিক্ষানবিশ পাইলটকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ দুটি চাকু উদ্ধার করা হয়।
আজ রোববার সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। পরে দুপুরে তাঁদের ঢাকার আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সুজন (২৮), মো. আশিক (২৫) ও রাকিবুল হাসান (১৮)। তাঁরা সবাই সাভারের বিভিন্ন এলাকায় ভাসমান অবস্থান করছিলেন। সুজনের বিরুদ্ধে সাভার থানায় মাদকসহ পাঁচটি মামলা ও আশিকের বিরুদ্ধে একটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
ভুক্তভোগী ফয়সাল অমি (২৮) সাভারের শাহীবাগ এলাকার বাসিন্দা। রাজধানীর নিকুঞ্জ এলাকায় বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করছেন তিনি। এর আগে ৫ অক্টোবর রাত ৩টার দিকে সাভার পৌর এলাকার রাজাশন জি কে গার্মেন্টসের সামনে ছিনতাইয়ের শিকার হন ভুক্তভোগী।
সে সময় অজ্ঞাতনামা চার ছিনতাইকারী ধারালো অস্ত্রের মুখে ভুক্তভোগীকে জিম্মি করার পাশাপাশি ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাঁকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী বলেন, ছিনতাইয়ের ঘটনার পরদিন ৬ অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার মডেল থানায় মামলা করলে পুলিশ এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে। সর্বশেষ গতকাল শনিবার রাতে এ ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে সাভারের মজিদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৪ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
৭ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২১ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২৩ মিনিট আগে