নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার চলমান বিধিনিষেধ শিথিল করায় আগামী ১১ আগস্ট বুধবার থেকে চালু হচ্ছে যাত্রীবাহী আন্তনগর ও লোকাল ট্রেন। ফলে আজ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে টিকিট বিক্রির কথা থাকলেও সার্ভার জটিলতার কারণে এক ঘণ্টা দেরিতে সকাল ৯টা থেকে কমলাপুর রেল স্টেশনের কাউন্টারে টিকেট বিক্রি শুরু হয়েছে।
সোমবার ৯ আগস্ট সকাল থেকেই সারা দেশের স্টেশনের কাউন্টারে ও অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। ট্রেনের ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট রেল সেবা অ্যাপস ও রেলের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। অনলাইনে টিকিট কাটতে ও সাধারণ মানুষকে খুব একটা বেগ পেতে হচ্ছে না বলে জানা গেছে।
অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'সকালে সার্ভার জটিলতার কারণে এক ঘণ্টা টিকিট বিক্রি করা যায়নি। সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু করেছি। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও যাত্রীরা টিকিট কাটতে পারছেন। যাত্রার পাঁচদিন আগে অগ্রিম টিকিট কাটা যাবে। কমলাপুর স্টেশনের আটটি কাউন্টার টিকিট বিক্রির জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার থেকে ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া লোকাল কমিউটার ট্রেন চলাচল করবে।'
এদিকে, টিকিট বিক্রির খবরে অনেকেই সকালে কমলাপুর রেলস্টেশনে আসেন। সার্ভার জটিলতার কারণে কাউন্টারে দাঁড়িয়ে থাকলেও টিকিট দেওয়া হয়নি। ফলে দীর্ঘ লাইন তৈরি হয় টিকিটের জন্য। দাঁড়ানো যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। ৩ ফুট দূরত্বে দাঁড়িয়ে থাকার কথা বলা হলেও একজন আরেকজনের সঙ্গে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল। এ বিষয়ে রেল কর্তৃপক্ষের নজরদারিও কিছুটা কম লক্ষ্য করা গেছে।
টিকিট কাটতে আসা যাত্রী জমির উদ্দিন বলেন, 'টিকিট কাটার জন্য সকাল সাতটায় স্টেশনের আসি। আটটার সময় টিকিট দেওয়ার কথা থাকলেও দিতে পারেনি। পরে এক ঘণ্টা দেরিতে টিকিট দেওয়া শুরু করেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে কিছুটা ভোগান্তি হয়েছে। প্রথম দিনে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা ছিল ফলে আমাদের কিছুটা কষ্ট হচ্ছে।'
রবিবার ট্রেন চালু হওয়ার বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছিল, আন্তনগর ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হবে না। বিক্রি করা হবে না স্ট্যান্ডিং টিকিট। তা ছাড়া ট্রেন চালানোর ক্ষেত্রে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে।

সরকার চলমান বিধিনিষেধ শিথিল করায় আগামী ১১ আগস্ট বুধবার থেকে চালু হচ্ছে যাত্রীবাহী আন্তনগর ও লোকাল ট্রেন। ফলে আজ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে টিকিট বিক্রির কথা থাকলেও সার্ভার জটিলতার কারণে এক ঘণ্টা দেরিতে সকাল ৯টা থেকে কমলাপুর রেল স্টেশনের কাউন্টারে টিকেট বিক্রি শুরু হয়েছে।
সোমবার ৯ আগস্ট সকাল থেকেই সারা দেশের স্টেশনের কাউন্টারে ও অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রতিটি ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। ট্রেনের ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট রেল সেবা অ্যাপস ও রেলের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। অনলাইনে টিকিট কাটতে ও সাধারণ মানুষকে খুব একটা বেগ পেতে হচ্ছে না বলে জানা গেছে।
অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, 'সকালে সার্ভার জটিলতার কারণে এক ঘণ্টা টিকিট বিক্রি করা যায়নি। সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু করেছি। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও যাত্রীরা টিকিট কাটতে পারছেন। যাত্রার পাঁচদিন আগে অগ্রিম টিকিট কাটা যাবে। কমলাপুর স্টেশনের আটটি কাউন্টার টিকিট বিক্রির জন্য খুলে দেওয়া হয়েছে। বুধবার থেকে ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া লোকাল কমিউটার ট্রেন চলাচল করবে।'
এদিকে, টিকিট বিক্রির খবরে অনেকেই সকালে কমলাপুর রেলস্টেশনে আসেন। সার্ভার জটিলতার কারণে কাউন্টারে দাঁড়িয়ে থাকলেও টিকিট দেওয়া হয়নি। ফলে দীর্ঘ লাইন তৈরি হয় টিকিটের জন্য। দাঁড়ানো যাত্রীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। ৩ ফুট দূরত্বে দাঁড়িয়ে থাকার কথা বলা হলেও একজন আরেকজনের সঙ্গে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল। এ বিষয়ে রেল কর্তৃপক্ষের নজরদারিও কিছুটা কম লক্ষ্য করা গেছে।
টিকিট কাটতে আসা যাত্রী জমির উদ্দিন বলেন, 'টিকিট কাটার জন্য সকাল সাতটায় স্টেশনের আসি। আটটার সময় টিকিট দেওয়ার কথা থাকলেও দিতে পারেনি। পরে এক ঘণ্টা দেরিতে টিকিট দেওয়া শুরু করেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে কিছুটা ভোগান্তি হয়েছে। প্রথম দিনে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা ছিল ফলে আমাদের কিছুটা কষ্ট হচ্ছে।'
রবিবার ট্রেন চালু হওয়ার বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানিয়েছিল, আন্তনগর ট্রেনে দাঁড়িয়ে যাত্রী নেওয়া হবে না। বিক্রি করা হবে না স্ট্যান্ডিং টিকিট। তা ছাড়া ট্রেন চালানোর ক্ষেত্রে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে