Ajker Patrika

মমতাজের জামিন নামঞ্জুর

মানিকগঞ্জ প্রতিনিধি
মমতাজের জামিন নামঞ্জুর
সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আজ মানিকগঞ্জের আদালতে তোলা হয়। ছবি: আজকের পত্রিকা

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করেছেন মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নিয়মিত হাজিরা হিসেবে মমতাজকে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। বিচারক মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করেন।

আজ সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাঁকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। প্রথম দিন ডিম ও জুতা নিক্ষেপের পর আজ কড়া নিরাপত্তায় তাঁকে আদালতে আনা হয়। আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি এড়াতে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।

কোট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, নিয়মিত হাজিরা হিসেবে মমতাজ বেগমকে আজ আদালতে তোলা হয়েছে। হাজিরা শেষে হরিরামপুরে ভাঙচুর ও মারামারি মামলায় দুই দিনের রিমান্ড এবং সিংগাইরে হত্যা মামলায় চার দিনের রিমান্ড থাকায় তাঁকে প্রথমে দুই দিনের জিজ্ঞাসাবাদের জন্য হরিরামপুর থানায় নেওয়া হবে। হরিরামপুর থানায় জিজ্ঞাসাবাদ শেষে মমতাজ বেগমকে সিংগাইর থানায় চার দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে।

এদিকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সংসদে কুটূক্তি করায় মমতাজের শাস্তির দাবিতে আজও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির সহযোগী সংগঠন ওলামা দলের নেতা–কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

পটুয়াখালী-৩: নুরের সঙ্গে লড়াইয়ের মাঠেই থাকলেন হাসান মামুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত