নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাতিরঝিল থানায় পুলিশি হেফাজতে সুমন শেখর মৃত্যুর ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অবহেলা বা নির্যাতনমূলক আচরণের উপাদান থেকে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল। আজ রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, হেফাজতে যে কোনো ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করা পুলিশের আইনি দায়িত্ব।
ঢাকার রামপুরা টিভি সেন্টারের পাশে ইউনিলিভারের পিউরইট নামের বাণিজ্যিক প্রতিষ্ঠানে ৫৩ লাখ টাকা চুরি হলে ১৫ আগস্ট হাতিরঝিল থানায় মামলা হয়। মামলায় আল আমিন, সোহেল রানা ও অনিক হোসেন নামের তিনজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া ও অফিসের সিসিটিভি ফুটেজ দেখে উক্ত প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক সুমন শেখকে চিহ্নিত করা হয়। তারই প্রেক্ষিতে শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে হাতিরঝিল থানা-পুলিশ সুমনকে গ্রেপ্তার করে। ডিএমপি তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক সাংবাদিকদের জানান, ভোররাত ৩টা ৩২ মিনিটে সুমন তার পরনে থাকা ট্রাউজার দিয়ে গলায় ফাঁস দেন। যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তিনি আরও জানান, ঘটনার রাতে থানায় থাকা ডিউটি অফিসার হেমায়েত হোসেন ও হাজতের প্রহরী মো. জাকারিয়াকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু সুমনের স্ত্রী জান্নাত আরার দাবি, পুলিশ তাকে আটক পর থানায় নিয়ে আনার সময় মারধর করেছে। এরপর থানা হাজতে নির্যাতনের সময় সুমনের মৃত্যু হয়। এমনকি রাতে থানায় দেখা করতে গেলে অকথ্য ভাষায় গালাগালি করে বের করে দিয়েছে। সুমনের হত্যার অভিযোগ তুলে শনিবার বিকেলে বিক্ষুব্ধ স্বজনরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা সিদ্দিক আহাম্মেদ (৬২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। ১৬ আগস্ট তারিখে ডিবি পুলিশ রাজধানীর রমনা এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ সিদ্দিককে গ্রেপ্তার করে। এ ঘটনায় রমনা থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ডিবি। পরদিন বুধবার পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে রাত ৮টা ২২ মিনিটে সিদ্দিককে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, পুলিশ হেফাজতে গ্রেপ্তার থাকা ব্যক্তির মৃত্যু অবশ্যই গুরুতর ঘটনা তাই এর পূর্ণ সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। পুলিশের বিরুদ্ধে আনীত নির্যাতনের অভিযোগ ও হেফাজতে মৃত্যুর বিষয় দুটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত যা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ফলে মৃত্যু যে ভাবেই হোক না কেন বিষয় দুটি গুরুত্ব দিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।

হাতিরঝিল থানায় পুলিশি হেফাজতে সুমন শেখর মৃত্যুর ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অবহেলা বা নির্যাতনমূলক আচরণের উপাদান থেকে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল। আজ রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, হেফাজতে যে কোনো ব্যক্তির সুরক্ষা নিশ্চিত করা পুলিশের আইনি দায়িত্ব।
ঢাকার রামপুরা টিভি সেন্টারের পাশে ইউনিলিভারের পিউরইট নামের বাণিজ্যিক প্রতিষ্ঠানে ৫৩ লাখ টাকা চুরি হলে ১৫ আগস্ট হাতিরঝিল থানায় মামলা হয়। মামলায় আল আমিন, সোহেল রানা ও অনিক হোসেন নামের তিনজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া ও অফিসের সিসিটিভি ফুটেজ দেখে উক্ত প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক সুমন শেখকে চিহ্নিত করা হয়। তারই প্রেক্ষিতে শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে হাতিরঝিল থানা-পুলিশ সুমনকে গ্রেপ্তার করে। ডিএমপি তেজগাঁও বিভাগের ডিসি এইচ এম আজিমুল হক সাংবাদিকদের জানান, ভোররাত ৩টা ৩২ মিনিটে সুমন তার পরনে থাকা ট্রাউজার দিয়ে গলায় ফাঁস দেন। যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তিনি আরও জানান, ঘটনার রাতে থানায় থাকা ডিউটি অফিসার হেমায়েত হোসেন ও হাজতের প্রহরী মো. জাকারিয়াকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু সুমনের স্ত্রী জান্নাত আরার দাবি, পুলিশ তাকে আটক পর থানায় নিয়ে আনার সময় মারধর করেছে। এরপর থানা হাজতে নির্যাতনের সময় সুমনের মৃত্যু হয়। এমনকি রাতে থানায় দেখা করতে গেলে অকথ্য ভাষায় গালাগালি করে বের করে দিয়েছে। সুমনের হত্যার অভিযোগ তুলে শনিবার বিকেলে বিক্ষুব্ধ স্বজনরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা সিদ্দিক আহাম্মেদ (৬২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। ১৬ আগস্ট তারিখে ডিবি পুলিশ রাজধানীর রমনা এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ সিদ্দিককে গ্রেপ্তার করে। এ ঘটনায় রমনা থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ডিবি। পরদিন বুধবার পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে রাত ৮টা ২২ মিনিটে সিদ্দিককে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, পুলিশ হেফাজতে গ্রেপ্তার থাকা ব্যক্তির মৃত্যু অবশ্যই গুরুতর ঘটনা তাই এর পূর্ণ সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। পুলিশের বিরুদ্ধে আনীত নির্যাতনের অভিযোগ ও হেফাজতে মৃত্যুর বিষয় দুটি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত যা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ফলে মৃত্যু যে ভাবেই হোক না কেন বিষয় দুটি গুরুত্ব দিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে অনতিবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
২৬ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
২৯ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে