নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে

গাজীপুরের টঙ্গীতে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত চলছে। আজ রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে শুরু হয় এই মোনাজাত। এতে অংশ নিতে আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নেন মুসল্লিরা।
ইজতেমা স্থলে গিয়ে দেখা গেছে, ইজতেমাস্থল ও এর আশপাশের তিনটি সড়কে যান চলাচলের নির্দেশনা দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এরপর আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার রাতেই টঙ্গী তুরাগ তীরে অবস্থান নেন লাখো মুসল্লি।
ইজতেমা মাঠে জায়গা না থাকায় বিভিন্ন সড়কে বসে পড়েছেন মুসল্লিরা। টঙ্গীর মন্নু গেট, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে স্টেশন রোড, আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া সড়কে মুসল্লিরা অবস্থান নিয়েছেন। তাঁরা জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে সড়কে বসেছেন।
এ ছাড়া টঙ্গীর বিভিন্ন আবাসিক হোটেল, ময়দানের আশপাশের এলাকায় বাসার ছাদে মুসল্লিরা অবস্থান করছেন।
নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে মোনাজাতে অংশ নিতে ২৫ জনের একটি দল নিয়ে টঙ্গীর মন্নু গেট এলাকায় অবস্থান নেন ষাটোর্ধ্ব ইদ্রিস আলী। তিনি বলেন, ‘আমরা এবারের ইজতেমার মূল অনুষ্ঠানে আসতে পারিনি। তাই এলাকার যুবক, মধ্যবয়সীদের নিয়ে মোনাজাতে অংশ নিতে চলে এসেছি।’
পুরুষের পাশাপাশি নারীরাও মোনাজাতে অংশ নিতে এসেছেন। গাজীপুরের কালীগঞ্জ থানার সানায়া গ্রাম থেকে মাকে নিয়ে এসেছেন জাকিয়া। অবস্থান নিয়েছেন টঙ্গী স্টেশন রোড এলাকার মাইশা জেনারেল হাসপাতালের ছাদে। জাকিয়া বলেন, ‘বৃদ্ধ মায়ের ইচ্ছেপূরণেই আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীতে এসেছি।’
এদিকে ফজরের নামাজের পর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল, হেদায়েতি বয়ান করবেন ভারতীয় মাওলানা আব্দুর রহমান। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করবেন মাওলানা আব্দুল মতিন।
হেদায়েতি বয়ান শেষে ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জুবায়ের।
ইজতেমার আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, ‘আজ আখেরি মোনাজাতে প্রায় ২০ লাখ মুসল্লির সমাগম ঘটতে পারে। স্থানীয়রা নিজেদের উদ্যোগে ময়দান থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে মাইকের ব্যবস্থা করেছেন।’

গাজীপুরের টঙ্গীতে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত চলছে। আজ রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে শুরু হয় এই মোনাজাত। এতে অংশ নিতে আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নেন মুসল্লিরা।
ইজতেমা স্থলে গিয়ে দেখা গেছে, ইজতেমাস্থল ও এর আশপাশের তিনটি সড়কে যান চলাচলের নির্দেশনা দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এরপর আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল শনিবার রাতেই টঙ্গী তুরাগ তীরে অবস্থান নেন লাখো মুসল্লি।
ইজতেমা মাঠে জায়গা না থাকায় বিভিন্ন সড়কে বসে পড়েছেন মুসল্লিরা। টঙ্গীর মন্নু গেট, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে স্টেশন রোড, আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া সড়কে মুসল্লিরা অবস্থান নিয়েছেন। তাঁরা জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে সড়কে বসেছেন।
এ ছাড়া টঙ্গীর বিভিন্ন আবাসিক হোটেল, ময়দানের আশপাশের এলাকায় বাসার ছাদে মুসল্লিরা অবস্থান করছেন।
নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে মোনাজাতে অংশ নিতে ২৫ জনের একটি দল নিয়ে টঙ্গীর মন্নু গেট এলাকায় অবস্থান নেন ষাটোর্ধ্ব ইদ্রিস আলী। তিনি বলেন, ‘আমরা এবারের ইজতেমার মূল অনুষ্ঠানে আসতে পারিনি। তাই এলাকার যুবক, মধ্যবয়সীদের নিয়ে মোনাজাতে অংশ নিতে চলে এসেছি।’
পুরুষের পাশাপাশি নারীরাও মোনাজাতে অংশ নিতে এসেছেন। গাজীপুরের কালীগঞ্জ থানার সানায়া গ্রাম থেকে মাকে নিয়ে এসেছেন জাকিয়া। অবস্থান নিয়েছেন টঙ্গী স্টেশন রোড এলাকার মাইশা জেনারেল হাসপাতালের ছাদে। জাকিয়া বলেন, ‘বৃদ্ধ মায়ের ইচ্ছেপূরণেই আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীতে এসেছি।’
এদিকে ফজরের নামাজের পর বয়ান করেন বাংলাদেশের মাওলানা রবিউল, হেদায়েতি বয়ান করবেন ভারতীয় মাওলানা আব্দুর রহমান। তাঁর বয়ান বাংলায় অনুবাদ করবেন মাওলানা আব্দুল মতিন।
হেদায়েতি বয়ান শেষে ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জুবায়ের।
ইজতেমার আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, ‘আজ আখেরি মোনাজাতে প্রায় ২০ লাখ মুসল্লির সমাগম ঘটতে পারে। স্থানীয়রা নিজেদের উদ্যোগে ময়দান থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে মাইকের ব্যবস্থা করেছেন।’

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
৩৮ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে