নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের সাত দিন পর এক ট্রলার (৪৫) চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিলক্ষা এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি।
নিহত হাবি মিয়া নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের মালেক মিয়ার ছেলে এবং পেশায় ট্রলারচালক। নিখোঁজের পর ২১ জানুয়ারি রাতে হাবি মিয়ার মামাতো ভাই নায়েব আলী মিয়া নরসিংদী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সকাল ৯টার দিকে ট্রলার নিয়ে বের হন হাবি মিয়া। একই দিন তাঁর ট্রলারটি পাওয়া গেলেও তাঁর খোঁজ মেলেনি। গতকাল রোববার সন্ধ্যায় নিলক্ষা গ্রামের কাছে মেঘনা নদীতে তাঁর হাত-পা বাঁধা অবস্থায় লাশ ভেসে ওঠে। লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করার পর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের মামাতো ভাই নায়েব আলী মিয়া বলেন, ‘আমি আলোকবালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আছি। আমার সঙ্গে রাজনৈতিক মতবিরোধের ফলে আমার ভাইকে খুন করে থাকতে পারে। আমরা আশাবাদী পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে বিচার নিশ্চিত করবেন।’
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার পোদ্দার বলেন, ‘লাশের পায়ে রশি দিয়ে বাঁধা ছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। মামলা দায়ের হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের সাত দিন পর এক ট্রলার (৪৫) চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নিলক্ষা এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি।
নিহত হাবি মিয়া নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামের মালেক মিয়ার ছেলে এবং পেশায় ট্রলারচালক। নিখোঁজের পর ২১ জানুয়ারি রাতে হাবি মিয়ার মামাতো ভাই নায়েব আলী মিয়া নরসিংদী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি সকাল ৯টার দিকে ট্রলার নিয়ে বের হন হাবি মিয়া। একই দিন তাঁর ট্রলারটি পাওয়া গেলেও তাঁর খোঁজ মেলেনি। গতকাল রোববার সন্ধ্যায় নিলক্ষা গ্রামের কাছে মেঘনা নদীতে তাঁর হাত-পা বাঁধা অবস্থায় লাশ ভেসে ওঠে। লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করার পর করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের মামাতো ভাই নায়েব আলী মিয়া বলেন, ‘আমি আলোকবালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে আছি। আমার সঙ্গে রাজনৈতিক মতবিরোধের ফলে আমার ভাইকে খুন করে থাকতে পারে। আমরা আশাবাদী পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে বিচার নিশ্চিত করবেন।’
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার পোদ্দার বলেন, ‘লাশের পায়ে রশি দিয়ে বাঁধা ছিল এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। মামলা দায়ের হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা
১ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযান চলাকালে মারা যাওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর (৫২) ময়নাতদন্ত করা হচ্ছে। কেননা তাঁর পরিবার ও বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, অভিযান চালানো সেনাসদস্যদের নির্যাতনে মারা গেছেন ডাবলু।
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩৬ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১ ঘণ্টা আগে