নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুরান ঢাকার বংশালে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা প্রায় ৮ কোটি টাকা মূল্যের ১২ কাঠা জায়গা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ সোমবার রাজধানীর বংশালের মাজেদ সরদার রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এ জায়গা উদ্ধার করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশেই এই অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে স্থানীয় বাজার মূল্যে এখানকার প্রতি কাঠা জায়গার দাম ৫০ থেকে ৬০ লাখ টাকা। সে হিসাবে এই ১২ কাঠা জায়গার দাম ৬ থেকে ৮ কোটি টাকা হবে। যারা জায়গাটি দখল করে ছিল, নোটিশ পেয়ে তারা আগেই তাদের মালামাল সরিয়ে নিয়েছে। তাই উচ্ছেদ অভিযান চালাতে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। ২ দিনের মধ্যে উচ্ছেদ অভিযান শেষ করতে পারব বলে আশা করছি।
মো. মনিরুজ্জামান আরও বলেন, জায়গাটি উদ্ধার করে সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগকে বুঝিয়ে দেওয়া হবে। পরে তারা এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।
৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মানিক জানান, এখানে একটি এনজিওর স্কুল ছিল। তারা এক বছর আগে চলে গিয়েছিল। পরে স্থানীয় কিছু গরিব মানুষ এখানে বাজার বসিয়েছিল, গরিব মানুষরাই এখানে বাজার করত। এ ছাড়া এক পাশে আশার আলো সমাজ কল্যাণ সংগঠন নামে একটি ক্লাবের কার্যক্রম ছিল। এটি উচ্ছেদ করায় ভালো হয়েছে।
তবে স্থানীয়রা জানিয়েছেন, ওই জায়গায় অবৈধ পলিথিন কারখানাও ছিল।
এ সময় ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল হোসেন, আনসার সদস্যরাসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরান ঢাকার বংশালে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা প্রায় ৮ কোটি টাকা মূল্যের ১২ কাঠা জায়গা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ সোমবার রাজধানীর বংশালের মাজেদ সরদার রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এ জায়গা উদ্ধার করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশেই এই অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে স্থানীয় বাজার মূল্যে এখানকার প্রতি কাঠা জায়গার দাম ৫০ থেকে ৬০ লাখ টাকা। সে হিসাবে এই ১২ কাঠা জায়গার দাম ৬ থেকে ৮ কোটি টাকা হবে। যারা জায়গাটি দখল করে ছিল, নোটিশ পেয়ে তারা আগেই তাদের মালামাল সরিয়ে নিয়েছে। তাই উচ্ছেদ অভিযান চালাতে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। ২ দিনের মধ্যে উচ্ছেদ অভিযান শেষ করতে পারব বলে আশা করছি।
মো. মনিরুজ্জামান আরও বলেন, জায়গাটি উদ্ধার করে সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগকে বুঝিয়ে দেওয়া হবে। পরে তারা এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।
৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মানিক জানান, এখানে একটি এনজিওর স্কুল ছিল। তারা এক বছর আগে চলে গিয়েছিল। পরে স্থানীয় কিছু গরিব মানুষ এখানে বাজার বসিয়েছিল, গরিব মানুষরাই এখানে বাজার করত। এ ছাড়া এক পাশে আশার আলো সমাজ কল্যাণ সংগঠন নামে একটি ক্লাবের কার্যক্রম ছিল। এটি উচ্ছেদ করায় ভালো হয়েছে।
তবে স্থানীয়রা জানিয়েছেন, ওই জায়গায় অবৈধ পলিথিন কারখানাও ছিল।
এ সময় ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল হোসেন, আনসার সদস্যরাসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে