নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুরান ঢাকার বংশালে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা প্রায় ৮ কোটি টাকা মূল্যের ১২ কাঠা জায়গা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ সোমবার রাজধানীর বংশালের মাজেদ সরদার রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এ জায়গা উদ্ধার করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশেই এই অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে স্থানীয় বাজার মূল্যে এখানকার প্রতি কাঠা জায়গার দাম ৫০ থেকে ৬০ লাখ টাকা। সে হিসাবে এই ১২ কাঠা জায়গার দাম ৬ থেকে ৮ কোটি টাকা হবে। যারা জায়গাটি দখল করে ছিল, নোটিশ পেয়ে তারা আগেই তাদের মালামাল সরিয়ে নিয়েছে। তাই উচ্ছেদ অভিযান চালাতে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। ২ দিনের মধ্যে উচ্ছেদ অভিযান শেষ করতে পারব বলে আশা করছি।
মো. মনিরুজ্জামান আরও বলেন, জায়গাটি উদ্ধার করে সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগকে বুঝিয়ে দেওয়া হবে। পরে তারা এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।
৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মানিক জানান, এখানে একটি এনজিওর স্কুল ছিল। তারা এক বছর আগে চলে গিয়েছিল। পরে স্থানীয় কিছু গরিব মানুষ এখানে বাজার বসিয়েছিল, গরিব মানুষরাই এখানে বাজার করত। এ ছাড়া এক পাশে আশার আলো সমাজ কল্যাণ সংগঠন নামে একটি ক্লাবের কার্যক্রম ছিল। এটি উচ্ছেদ করায় ভালো হয়েছে।
তবে স্থানীয়রা জানিয়েছেন, ওই জায়গায় অবৈধ পলিথিন কারখানাও ছিল।
এ সময় ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল হোসেন, আনসার সদস্যরাসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরান ঢাকার বংশালে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ দখলে থাকা প্রায় ৮ কোটি টাকা মূল্যের ১২ কাঠা জায়গা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আজ সোমবার রাজধানীর বংশালের মাজেদ সরদার রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এ জায়গা উদ্ধার করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশেই এই অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে স্থানীয় বাজার মূল্যে এখানকার প্রতি কাঠা জায়গার দাম ৫০ থেকে ৬০ লাখ টাকা। সে হিসাবে এই ১২ কাঠা জায়গার দাম ৬ থেকে ৮ কোটি টাকা হবে। যারা জায়গাটি দখল করে ছিল, নোটিশ পেয়ে তারা আগেই তাদের মালামাল সরিয়ে নিয়েছে। তাই উচ্ছেদ অভিযান চালাতে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। ২ দিনের মধ্যে উচ্ছেদ অভিযান শেষ করতে পারব বলে আশা করছি।
মো. মনিরুজ্জামান আরও বলেন, জায়গাটি উদ্ধার করে সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগকে বুঝিয়ে দেওয়া হবে। পরে তারা এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।
৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মানিক জানান, এখানে একটি এনজিওর স্কুল ছিল। তারা এক বছর আগে চলে গিয়েছিল। পরে স্থানীয় কিছু গরিব মানুষ এখানে বাজার বসিয়েছিল, গরিব মানুষরাই এখানে বাজার করত। এ ছাড়া এক পাশে আশার আলো সমাজ কল্যাণ সংগঠন নামে একটি ক্লাবের কার্যক্রম ছিল। এটি উচ্ছেদ করায় ভালো হয়েছে।
তবে স্থানীয়রা জানিয়েছেন, ওই জায়গায় অবৈধ পলিথিন কারখানাও ছিল।
এ সময় ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল হোসেন, আনসার সদস্যরাসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে