সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় সরকার নির্ধারিত বর্ধিত মজুরি না পাওয়ায় মহাসড়কে নেমে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে নবীনগর-চন্দ্রা মহসড়কের গাজীপুর নবী টেক্সটাইল এলাকায় এ বিক্ষোভ করেন ডরিন গার্মেন্টসের শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।
শ্রমিকেরা জানান, সম্প্রতি শ্রমিক আন্দোলনের পর সরকার বেতন বৃদ্ধির ঘোষণা দিলেও সে অনুযায়ী বেতন পাননি শ্রমিকেরা। এ ছাড়া শ্রমিকেরা তিন দিনের ছুটি দাবি করলে তা নাকচ করেন কারখানা কর্তৃপক্ষ।
এ নিয়ে আজ দুপুরের পর কারখানার ভেতর শ্রমিকদের মধ্যে উত্তাপ সৃষ্টি হয়। এর একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা দলবদ্ধ হয়ে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।
শ্রমিকদের অবরোধে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী সড়কে আশুলিয়ার নবীনগর থেকে জিরানী বাসস্ট্যান্ড পর্যন্ত ১১ কিলোমিটার, ঢাকামুখী সড়কে বাড়ইপাড়া নন্দন পার্ক থেকে জিরানী পর্যন্ত ৫ কিলোমিটার, মোজারমিল থেকে বাইপাইল পর্যন্ত ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এর চাপ পড়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়কেও।
এতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর প্রান্তিক গেট থেকে নবীনগরমুখী সড়কে ৩ কিলোমিটার জটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ ২, কাশিমপুর থানা–পুলিশ, আশুলিয়া থানা–পুলিশ, সাভার হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগামীকাল শুক্রবার, শনি ও রোববার জাতীয় নির্বাচনের সাধারণ ছুটিকে কেন্দ্র করে ঢাকা ছেড়েছেন অনেকেই। এতে এই সড়ক ব্যবহারকারী উত্তরবঙ্গের যাত্রীরাও পড়েন চরম বিপাকে।
সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, শ্রমিকেরা সরকার ঘোষিত মজুরির দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। শিল্প পুলিশ, কাশিমপুর ও আশুলিয়া থানার পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে রাত সাড়ে ৯টার দিকে যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় সরকার নির্ধারিত বর্ধিত মজুরি না পাওয়ায় মহাসড়কে নেমে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে নবীনগর-চন্দ্রা মহসড়কের গাজীপুর নবী টেক্সটাইল এলাকায় এ বিক্ষোভ করেন ডরিন গার্মেন্টসের শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।
শ্রমিকেরা জানান, সম্প্রতি শ্রমিক আন্দোলনের পর সরকার বেতন বৃদ্ধির ঘোষণা দিলেও সে অনুযায়ী বেতন পাননি শ্রমিকেরা। এ ছাড়া শ্রমিকেরা তিন দিনের ছুটি দাবি করলে তা নাকচ করেন কারখানা কর্তৃপক্ষ।
এ নিয়ে আজ দুপুরের পর কারখানার ভেতর শ্রমিকদের মধ্যে উত্তাপ সৃষ্টি হয়। এর একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা দলবদ্ধ হয়ে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।
শ্রমিকদের অবরোধে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী সড়কে আশুলিয়ার নবীনগর থেকে জিরানী বাসস্ট্যান্ড পর্যন্ত ১১ কিলোমিটার, ঢাকামুখী সড়কে বাড়ইপাড়া নন্দন পার্ক থেকে জিরানী পর্যন্ত ৫ কিলোমিটার, মোজারমিল থেকে বাইপাইল পর্যন্ত ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এর চাপ পড়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়কেও।
এতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর প্রান্তিক গেট থেকে নবীনগরমুখী সড়কে ৩ কিলোমিটার জটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ ২, কাশিমপুর থানা–পুলিশ, আশুলিয়া থানা–পুলিশ, সাভার হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগামীকাল শুক্রবার, শনি ও রোববার জাতীয় নির্বাচনের সাধারণ ছুটিকে কেন্দ্র করে ঢাকা ছেড়েছেন অনেকেই। এতে এই সড়ক ব্যবহারকারী উত্তরবঙ্গের যাত্রীরাও পড়েন চরম বিপাকে।
সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, শ্রমিকেরা সরকার ঘোষিত মজুরির দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। শিল্প পুলিশ, কাশিমপুর ও আশুলিয়া থানার পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে রাত সাড়ে ৯টার দিকে যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
৩৬ মিনিট আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
৩৮ মিনিট আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
১ ঘণ্টা আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
২ ঘণ্টা আগে