Ajker Patrika

বর্ধিত মজুরি না পাওয়ায় নবীনগর-চন্দা মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০০: ৩৭
বর্ধিত মজুরি না পাওয়ায় নবীনগর-চন্দা মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ 

ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় সরকার নির্ধারিত বর্ধিত মজুরি না পাওয়ায় মহাসড়কে নেমে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে নবীনগর-চন্দ্রা মহসড়কের গাজীপুর নবী টেক্সটাইল এলাকায় এ বিক্ষোভ করেন ডরিন গার্মেন্টসের শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। 

শ্রমিকেরা জানান, সম্প্রতি শ্রমিক আন্দোলনের পর সরকার বেতন বৃদ্ধির ঘোষণা দিলেও সে অনুযায়ী বেতন পাননি শ্রমিকেরা। এ ছাড়া শ্রমিকেরা তিন দিনের ছুটি দাবি করলে তা নাকচ করেন কারখানা কর্তৃপক্ষ। 

এ নিয়ে আজ দুপুরের পর কারখানার ভেতর শ্রমিকদের মধ্যে উত্তাপ সৃষ্টি হয়। এর একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা দলবদ্ধ হয়ে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন। 

শ্রমিকদের অবরোধে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী সড়কে আশুলিয়ার নবীনগর থেকে জিরানী বাসস্ট্যান্ড পর্যন্ত ১১ কিলোমিটার, ঢাকামুখী সড়কে বাড়ইপাড়া নন্দন পার্ক থেকে জিরানী পর্যন্ত ৫ কিলোমিটার, মোজারমিল থেকে বাইপাইল পর্যন্ত ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এর চাপ পড়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়কেও। 

এতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর প্রান্তিক গেট থেকে নবীনগরমুখী সড়কে ৩ কিলোমিটার জটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ ২, কাশিমপুর থানা–পুলিশ, আশুলিয়া থানা–পুলিশ, সাভার হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এদিকে আগামীকাল শুক্রবার, শনি ও রোববার জাতীয় নির্বাচনের সাধারণ ছুটিকে কেন্দ্র করে ঢাকা ছেড়েছেন অনেকেই। এতে এই সড়ক ব্যবহারকারী উত্তরবঙ্গের যাত্রীরাও পড়েন চরম বিপাকে। 

সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, শ্রমিকেরা সরকার ঘোষিত মজুরির দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। শিল্প পুলিশ, কাশিমপুর ও আশুলিয়া থানার পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে রাত সাড়ে ৯টার দিকে যান চলাচল শুরু হয়। 

গাজীপুর শিল্প পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত