অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। সারা বিশ্বের পাশাপাশি বিশ্বকাপ উন্মাদনা কাঁপছে বাংলাদেশও। প্রিয় দল ও প্রিয় তারকার নাম সংবলিত জার্সি, গরু জবাই করে ভূরিভোজ, স্ত্রী গয়না ও জমি বেচে পতাকা তৈরি, মিছিল ও ঝগড়াসহ নানা আলোচিত ঘটনার জন্ম দিয়েছে ফুটবল প্রেমীদের। তবে সবকিছু ছাড়িয়ে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির ভাস্কর্য বানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন সজিব কুমার দাস।
মেসি’র ভাস্কর্য বানিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের মসজিদজাম গ্রামের স্টুডিও মালিক সজিব। বিশ্বকাপে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে বিজয়ী হলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে ৩০ হাজার টাকা খরচ করে লিওনেল মেসির ভাস্কর্য নির্মাণ করেন সজিব। ভাস্কর্য নির্মাণের পর মেসি ভক্তদের ভিড় জমে মসজিদজাম এলাকায়।
সজিব প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখার জন্য ৬০ হাজার টাকা খরচ করে বড়পর্দা কিনেছেন। তৈরি করেছেন প্যান্ডেলও। যেখানে কয়েকশ মানুষ বসে খেলা দেখতে পারবেন।
আজ রোববার বিকেলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মসজিদজাম এলাকায় গিয়ে দেখা, সড়কের ফুটপাতে দুই হাত উঁচিয়ে দাঁড়িয়ে আছে ফুটবল তারকা লিওনেল মেসি। পাশেই ভক্তদের ভিড়। আর শিরোপা নিয়ে নানা রকম আলোচনা। মেসি ভক্তদের উল্লাস বাড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ। চলতি পথে হঠাৎ গাড়ি থামিয়ে ভাস্কর্যের সঙ্গে ছবিও তোলেন ইউএনও। এ সময় একক ও দল বেঁধে ছবি তুলতে দেখা যায় মেসি ভক্তদের।
এ বিসয়ে মালিক সজিব কুমার দাস বলেন, ‘প্রিয় দল আর্জেন্টিনার খেলা উপভোগ করতে আমি প্যান্ডেলে বড়পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। মেসির ভাস্কর্যও বানিয়েছি। এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, এতে আমি খুশি।’

কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শুরু হতে বাকি মাত্র কয়েক ঘণ্টা। সারা বিশ্বের পাশাপাশি বিশ্বকাপ উন্মাদনা কাঁপছে বাংলাদেশও। প্রিয় দল ও প্রিয় তারকার নাম সংবলিত জার্সি, গরু জবাই করে ভূরিভোজ, স্ত্রী গয়না ও জমি বেচে পতাকা তৈরি, মিছিল ও ঝগড়াসহ নানা আলোচিত ঘটনার জন্ম দিয়েছে ফুটবল প্রেমীদের। তবে সবকিছু ছাড়িয়ে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির ভাস্কর্য বানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন সজিব কুমার দাস।
মেসি’র ভাস্কর্য বানিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের মসজিদজাম গ্রামের স্টুডিও মালিক সজিব। বিশ্বকাপে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে বিজয়ী হলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে ৩০ হাজার টাকা খরচ করে লিওনেল মেসির ভাস্কর্য নির্মাণ করেন সজিব। ভাস্কর্য নির্মাণের পর মেসি ভক্তদের ভিড় জমে মসজিদজাম এলাকায়।
সজিব প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখার জন্য ৬০ হাজার টাকা খরচ করে বড়পর্দা কিনেছেন। তৈরি করেছেন প্যান্ডেলও। যেখানে কয়েকশ মানুষ বসে খেলা দেখতে পারবেন।
আজ রোববার বিকেলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মসজিদজাম এলাকায় গিয়ে দেখা, সড়কের ফুটপাতে দুই হাত উঁচিয়ে দাঁড়িয়ে আছে ফুটবল তারকা লিওনেল মেসি। পাশেই ভক্তদের ভিড়। আর শিরোপা নিয়ে নানা রকম আলোচনা। মেসি ভক্তদের উল্লাস বাড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ। চলতি পথে হঠাৎ গাড়ি থামিয়ে ভাস্কর্যের সঙ্গে ছবিও তোলেন ইউএনও। এ সময় একক ও দল বেঁধে ছবি তুলতে দেখা যায় মেসি ভক্তদের।
এ বিসয়ে মালিক সজিব কুমার দাস বলেন, ‘প্রিয় দল আর্জেন্টিনার খেলা উপভোগ করতে আমি প্যান্ডেলে বড়পর্দায় খেলা দেখার আয়োজন করেছি। মেসির ভাস্কর্যও বানিয়েছি। এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, এতে আমি খুশি।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে