সাভার (ঢাকা) প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় ঢাকার চার থানায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত সাড়ে তিন শর বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার আশুলিয়া থানায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী সাংবাদিকদের এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘গত কয়েক দিন ঢাকাসহ সাভার এলাকায় সন্ত্রাস, নৈরাজ্য বিশৃঙ্খলা তৈরির যে প্রচেষ্টা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই থানায় ২৩টি মামলা ও কেরানীগঞ্জে দুটিসহ মোট ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রায় সাড়ে তিন শর বেশি আসামিকে আমরা গ্রেপ্তার করেছি।’
তিনি বলেন, ‘যারা সক্রিয়ভাবে এই ধরনের নৈরাজ্য, তাণ্ডব এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করেছে, মানুষকে ব্যাপক হয়রানি করেছে। অনেককে আমরা ভিডিও ফুটেজ দেখে আইডেনটিফাই করেছি, অনেককে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইডেনটিফাই করেছি এবং একটি বিশেষ গোষ্ঠী যারা এই কাজে মদদ দিয়েছে তাদেরও আমরা চিহ্নিত করছি।’
গ্রেপ্তারদের মধ্যে কোনো ছাত্র আছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘আপনারা জানেন এ ধরনের কাজ যারা করেছে, তারা আসলে কিন্তু কেউ ছাত্র নয়। তারা ছাত্রদের মধ্যে মিশে গিয়ে আন্দোলনটিকে কলঙ্কিত করেছে। এটিকে যেমন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, পাশাপাশি তাদের যে লক্ষ্য ছিল লুটপাটসহ নৈরাজ্য তৈরি করা।
এ কাজগুলো যারা করেছে, আমরা মূলত তাদেরই আটক করেছি। যারা নৈরাজ্য করেছে, লুটপাট করেছে তাদের পরিচয় একটাই। তারা নৈরাজ্যকারী, তারা লুটপাটকারী। তারা রাজনৈতিক উদ্দেশ্যে একাজগুলো করেছে। এরা আসলে ছাত্র হতে পারে না। তাদের অন্য যার যাই পরিচয় থাকুক না কেন, তারা আসলে অপরাধী।’

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় ঢাকার চার থানায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত সাড়ে তিন শর বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার আশুলিয়া থানায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী সাংবাদিকদের এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘গত কয়েক দিন ঢাকাসহ সাভার এলাকায় সন্ত্রাস, নৈরাজ্য বিশৃঙ্খলা তৈরির যে প্রচেষ্টা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই থানায় ২৩টি মামলা ও কেরানীগঞ্জে দুটিসহ মোট ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রায় সাড়ে তিন শর বেশি আসামিকে আমরা গ্রেপ্তার করেছি।’
তিনি বলেন, ‘যারা সক্রিয়ভাবে এই ধরনের নৈরাজ্য, তাণ্ডব এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করেছে, মানুষকে ব্যাপক হয়রানি করেছে। অনেককে আমরা ভিডিও ফুটেজ দেখে আইডেনটিফাই করেছি, অনেককে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইডেনটিফাই করেছি এবং একটি বিশেষ গোষ্ঠী যারা এই কাজে মদদ দিয়েছে তাদেরও আমরা চিহ্নিত করছি।’
গ্রেপ্তারদের মধ্যে কোনো ছাত্র আছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘আপনারা জানেন এ ধরনের কাজ যারা করেছে, তারা আসলে কিন্তু কেউ ছাত্র নয়। তারা ছাত্রদের মধ্যে মিশে গিয়ে আন্দোলনটিকে কলঙ্কিত করেছে। এটিকে যেমন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, পাশাপাশি তাদের যে লক্ষ্য ছিল লুটপাটসহ নৈরাজ্য তৈরি করা।
এ কাজগুলো যারা করেছে, আমরা মূলত তাদেরই আটক করেছি। যারা নৈরাজ্য করেছে, লুটপাট করেছে তাদের পরিচয় একটাই। তারা নৈরাজ্যকারী, তারা লুটপাটকারী। তারা রাজনৈতিক উদ্দেশ্যে একাজগুলো করেছে। এরা আসলে ছাত্র হতে পারে না। তাদের অন্য যার যাই পরিচয় থাকুক না কেন, তারা আসলে অপরাধী।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে