সাভার (ঢাকা) প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় ঢাকার চার থানায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত সাড়ে তিন শর বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার আশুলিয়া থানায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী সাংবাদিকদের এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘গত কয়েক দিন ঢাকাসহ সাভার এলাকায় সন্ত্রাস, নৈরাজ্য বিশৃঙ্খলা তৈরির যে প্রচেষ্টা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই থানায় ২৩টি মামলা ও কেরানীগঞ্জে দুটিসহ মোট ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রায় সাড়ে তিন শর বেশি আসামিকে আমরা গ্রেপ্তার করেছি।’
তিনি বলেন, ‘যারা সক্রিয়ভাবে এই ধরনের নৈরাজ্য, তাণ্ডব এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করেছে, মানুষকে ব্যাপক হয়রানি করেছে। অনেককে আমরা ভিডিও ফুটেজ দেখে আইডেনটিফাই করেছি, অনেককে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইডেনটিফাই করেছি এবং একটি বিশেষ গোষ্ঠী যারা এই কাজে মদদ দিয়েছে তাদেরও আমরা চিহ্নিত করছি।’
গ্রেপ্তারদের মধ্যে কোনো ছাত্র আছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘আপনারা জানেন এ ধরনের কাজ যারা করেছে, তারা আসলে কিন্তু কেউ ছাত্র নয়। তারা ছাত্রদের মধ্যে মিশে গিয়ে আন্দোলনটিকে কলঙ্কিত করেছে। এটিকে যেমন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, পাশাপাশি তাদের যে লক্ষ্য ছিল লুটপাটসহ নৈরাজ্য তৈরি করা।
এ কাজগুলো যারা করেছে, আমরা মূলত তাদেরই আটক করেছি। যারা নৈরাজ্য করেছে, লুটপাট করেছে তাদের পরিচয় একটাই। তারা নৈরাজ্যকারী, তারা লুটপাটকারী। তারা রাজনৈতিক উদ্দেশ্যে একাজগুলো করেছে। এরা আসলে ছাত্র হতে পারে না। তাদের অন্য যার যাই পরিচয় থাকুক না কেন, তারা আসলে অপরাধী।’

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় ঢাকার চার থানায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত সাড়ে তিন শর বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার আশুলিয়া থানায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী সাংবাদিকদের এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘গত কয়েক দিন ঢাকাসহ সাভার এলাকায় সন্ত্রাস, নৈরাজ্য বিশৃঙ্খলা তৈরির যে প্রচেষ্টা হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই থানায় ২৩টি মামলা ও কেরানীগঞ্জে দুটিসহ মোট ২৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রায় সাড়ে তিন শর বেশি আসামিকে আমরা গ্রেপ্তার করেছি।’
তিনি বলেন, ‘যারা সক্রিয়ভাবে এই ধরনের নৈরাজ্য, তাণ্ডব এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করেছে, মানুষকে ব্যাপক হয়রানি করেছে। অনেককে আমরা ভিডিও ফুটেজ দেখে আইডেনটিফাই করেছি, অনেককে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইডেনটিফাই করেছি এবং একটি বিশেষ গোষ্ঠী যারা এই কাজে মদদ দিয়েছে তাদেরও আমরা চিহ্নিত করছি।’
গ্রেপ্তারদের মধ্যে কোনো ছাত্র আছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘আপনারা জানেন এ ধরনের কাজ যারা করেছে, তারা আসলে কিন্তু কেউ ছাত্র নয়। তারা ছাত্রদের মধ্যে মিশে গিয়ে আন্দোলনটিকে কলঙ্কিত করেছে। এটিকে যেমন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, পাশাপাশি তাদের যে লক্ষ্য ছিল লুটপাটসহ নৈরাজ্য তৈরি করা।
এ কাজগুলো যারা করেছে, আমরা মূলত তাদেরই আটক করেছি। যারা নৈরাজ্য করেছে, লুটপাট করেছে তাদের পরিচয় একটাই। তারা নৈরাজ্যকারী, তারা লুটপাটকারী। তারা রাজনৈতিক উদ্দেশ্যে একাজগুলো করেছে। এরা আসলে ছাত্র হতে পারে না। তাদের অন্য যার যাই পরিচয় থাকুক না কেন, তারা আসলে অপরাধী।’

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে