মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ নির্বাচন হাতের মুঠোয় নিতে বিভিন্ন মহলে ১৩ কোটি টাকা ছড়াবেন বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম। এর মধ্যে বড় একটি অংশ প্রশাসনকেও দিবেন বলে অভিযোগ তুলেছেন এই স্বতন্ত্র প্রার্থী।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম।
সংবাদ সম্মেলনে তাহমিনা বেগম বলেন, প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে নৌকার প্রার্থীর লোকজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দিয়ে আসছে। এমনকি মিছিলে হাতবোমা বিস্ফোরণ, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়। এমন একাধিক ঘটনা লিখিত আকারে দিলেও নৌকার প্রার্থীর প্রতি তেমন কোন কার্যকর পদক্ষেপ নেয়নি কমিশন।
স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম আরও বলেন, নির্বাচনের দিন ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে না আসতে পারে এজন্য বিভিন্ন এলাকায় বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করার পায়তারা চলছে। নির্বাচনে অংশ নেওয়ায় তাহমিনা বেগমের জীবননাশের হুমকি আছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। ভোটারদের স্বার্থে নিরপেক্ষ নির্বাচনের দাবি তোলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। উৎসবমুখর পরিবেশে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে সে ব্যাপারে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর প্রতিটি অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। তিনি শুরু থেকেই আমার বিরুদ্ধে নানান অভিযোগ দিয়ে আসছেন। যার কোনো প্রমাণই নেই।’
মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, ভোট শান্তিপূর্ণ করতে সবধরনের প্রস্তুতি রয়েছে কমিশনের। ভোটাররা যাতে কেন্দ্রে এসে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এ ব্যাপারে কঠোর অবস্থানে প্রশাসন।
উল্লেখ্য, মাদারীপুর-৩ আসন কালকিনি ও ডাসার উপজেলা এবং সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এই আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য। তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী তাহমিনা বেগম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ নির্বাচন হাতের মুঠোয় নিতে বিভিন্ন মহলে ১৩ কোটি টাকা ছড়াবেন বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম। এর মধ্যে বড় একটি অংশ প্রশাসনকেও দিবেন বলে অভিযোগ তুলেছেন এই স্বতন্ত্র প্রার্থী।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম।
সংবাদ সম্মেলনে তাহমিনা বেগম বলেন, প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে নৌকার প্রার্থীর লোকজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধামকি দিয়ে আসছে। এমনকি মিছিলে হাতবোমা বিস্ফোরণ, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়। এমন একাধিক ঘটনা লিখিত আকারে দিলেও নৌকার প্রার্থীর প্রতি তেমন কোন কার্যকর পদক্ষেপ নেয়নি কমিশন।
স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম আরও বলেন, নির্বাচনের দিন ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে না আসতে পারে এজন্য বিভিন্ন এলাকায় বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করার পায়তারা চলছে। নির্বাচনে অংশ নেওয়ায় তাহমিনা বেগমের জীবননাশের হুমকি আছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। ভোটারদের স্বার্থে নিরপেক্ষ নির্বাচনের দাবি তোলেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। উৎসবমুখর পরিবেশে ভোটাররা যাতে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে সে ব্যাপারে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর প্রতিটি অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। তিনি শুরু থেকেই আমার বিরুদ্ধে নানান অভিযোগ দিয়ে আসছেন। যার কোনো প্রমাণই নেই।’
মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, ভোট শান্তিপূর্ণ করতে সবধরনের প্রস্তুতি রয়েছে কমিশনের। ভোটাররা যাতে কেন্দ্রে এসে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এ ব্যাপারে কঠোর অবস্থানে প্রশাসন।
উল্লেখ্য, মাদারীপুর-৩ আসন কালকিনি ও ডাসার উপজেলা এবং সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত। এই আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য। তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী তাহমিনা বেগম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৩৬ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৩৯ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৩ ঘণ্টা আগে