Ajker Patrika

সাভারে বৃদ্ধা ভিক্ষুকের গলায় রশি প্যাঁচানো লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার সাভার বাসস্ট্যান্ডের অদূরে মডেল মসজিদের পেছন থেকে আজ শুক্রবার সকালে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় রশি প্যাঁচানো ছিল। পুলিশ জানায়, নিহত বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ বছর। তাঁর পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন জানান, নিহত ওই বৃদ্ধা ভিক্ষা করতেন। তবে তাঁর বাড়ি কোথায় বা তিনি কোথায় থাকতেন, তা তাঁরা জানেন না।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) কাদের শেখ বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে আজ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় রশি প্যাঁচানো ছিল। উপস্থিত কেউ তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেননি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। পিবিআই তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করবে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এসআই আরও বলেন, বৃদ্ধার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে গলায় রশি প্যাঁচানো দেখে মনে করা যেতে পারে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। এরপরও মৃত্যুর নিশ্চিত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

হাসিনাকে হটানো র‍্যাপ-মিম বদলে দিচ্ছে বাংলাদেশের রাজনীতি

এনআইডি প্রকল্পে দুর্নীতি: কে এই রহস্যময় ‘মিস্টার জি’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত