Ajker Patrika

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৩: ৩৩
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী আল আমিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আল আমিন ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

তাজউদ্দীন হাসপাতালের আরপি ডা. কামরুল ইসলাম ডুয়েট শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, রাতে চিকিৎসাধীন অবস্থায় ডুয়েট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে শিক্ষার্থীরা এসে তাঁর লাশ নিয়ে গেছেন।

মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীরা জানান, কয়েক দিন ধরে ডুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে গতকাল সোমবার রাত ১০টার দিকে আল আমিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাত সোয়া ২টার দিকে তিনি মারা যান।

এদিকে শিক্ষার্থীদের অসুস্থতার খবর জানতে পেয়ে ডুয়েটের নবনিযুক্ত উপাচার্য ড. জয়নাল আবেদীন তাঁদের দেখতে যান। এ সময় তিনি শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে তিনি মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের সহযোগিতায় আল আমিনের লাশ টাঙ্গাইলে নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। জেলা সদরে নিজ বাড়িতে আজ মঙ্গলবার জোহর বাদ তাঁর জানাজা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত