Ajker Patrika

ভৈরবে ১০ হাজার কেজি ভারতীয় চিনিসহ দুজন আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৫৮
ভৈরবে ১০ হাজার কেজি ভারতীয় চিনিসহ দুজন আটক

কিশোরগঞ্জের ভৈরব থেকে ১০ হাজার কেজি ভারতীয় চিনিসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে উপজেলার নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুই ব্যক্তি হলেন যশোরের চাচড়া মাঠপাড়া এলাকার রাজু শেখ (৩৮) এবং একই জেলার কোতোয়ালি উপজেলার শেখহাটি আদর্শপাড়া এলাকার আল আমিন (২৫)। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল এ তথ্য জানিয়েছেন। জব্দ চিনির মূল্য ১৩ লাখ টাকা বলে জানান তিনি।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনে অভিযান চালানো হয়। অভিযানে দুই ব্যক্তিকে আটক করার পর তাঁদের কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক ফাঁকি দেওয়া ১০ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ১৬ হাজার টাকাও জব্দ করা হয়।

জব্দ করা ভারতীয় চিনি। ছবি: সংগৃহীতএ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম ফয়সাল আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু শেখ ও আল আমিন চোরাকারবারি চক্রের সদস্য বলে জানিয়েছেন। তাঁরা চোরাকারবারি ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতেন। তাঁদের ভৈরব থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...