নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঢাকার একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট ক্রোক, তিনটি গাড়ি জব্দ এবং ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (২০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম সাবেক প্রতিমন্ত্রীর সম্পদ ক্রোক, জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত যেসব সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন তা হচ্ছে—রাজধানীর পরীবাগের প্রিয় প্রাঙ্গণে একটি ফ্ল্যাট, বনানীর পিপি টাওয়ারে তিনটি অ্যাপার্টমেন্ট। এসব স্থাপনার দাম ধরা হয়েছে ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা। আর গাড়ি তিনটির বাজার মূল্য ২ কোটি ৪৭ লাখ ১১ হাজার ৫২৯ টাকা নির্ধারণ করেছে দুদক।
একই সঙ্গে তাঁর ৭০টি ব্যাংক হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ব্যাংক হিসেবে ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে বলে দুদকের আবেদনে বলা হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, আসামি নসরুল হামিদ বিপু ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁর নামে থাকা স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ, গাড়ি জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি নসরুল হামিদ বিপু এবং তাঁর স্ত্রী সীমা হামিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২০টি অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেন একই আদালত। এ ছাড়া তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞাও দেওয়া হয়।

সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঢাকার একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট ক্রোক, তিনটি গাড়ি জব্দ এবং ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (২০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম সাবেক প্রতিমন্ত্রীর সম্পদ ক্রোক, জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত যেসব সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন তা হচ্ছে—রাজধানীর পরীবাগের প্রিয় প্রাঙ্গণে একটি ফ্ল্যাট, বনানীর পিপি টাওয়ারে তিনটি অ্যাপার্টমেন্ট। এসব স্থাপনার দাম ধরা হয়েছে ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা। আর গাড়ি তিনটির বাজার মূল্য ২ কোটি ৪৭ লাখ ১১ হাজার ৫২৯ টাকা নির্ধারণ করেছে দুদক।
একই সঙ্গে তাঁর ৭০টি ব্যাংক হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ব্যাংক হিসেবে ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে বলে দুদকের আবেদনে বলা হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, আসামি নসরুল হামিদ বিপু ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁর নামে থাকা স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ, গাড়ি জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি নসরুল হামিদ বিপু এবং তাঁর স্ত্রী সীমা হামিদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২০টি অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দেন একই আদালত। এ ছাড়া তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞাও দেওয়া হয়।

কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৯ মিনিট আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
১ ঘণ্টা আগে
রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
৩ ঘণ্টা আগে