নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ব্যবহার করে বনানী সেতু ভবনে হামলার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ছয়জনকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
অন্যদিকে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ওরফে ভিপি নুর ও বিএনপি সমর্থক মাহমুদুস সালেহীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অপর একটি আদালত।
রিজভী ছাড়াও অন্য যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম।
ঢাকার আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম ছয়জনের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় এই ছয়জনকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর বনানী সেতু ভবনে হামলার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাঈদ রিজভীসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
পরে তাঁদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে এই আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই নিয়ে এই ছয়জনকে তৃতীয় দফা রিমান্ডে নেওয়া হলো।
ভিপি নুর কারাগারে:
গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ওরফে ভিপি নুর ও বিএনপি সমর্থক মাহমুদুস সালেহীনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৮ জুলাই এই দুজনকে রাজধানীর কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলার মামলায় পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়। রিমান্ড শেষে আজ তাঁদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
এঁদের নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, এমনকি রিমান্ডের আবেদন করা হয়নি। পরে শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভিপি নুর ও মাহমুদুস সালেহীনকে দুই দফা রিমান্ডে নেওয়ার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
একই মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং গাজীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকীকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাঁদেরও পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মহিদুল আলম।
আরও ৬৩ জন কারাগারে:
আদালত সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানায় গ্রেপ্তার আরও ৬৩ জনকে আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২১ জুলাই ১১৯ জন, ২২ জুলাই ৩৫৫, ২৩ জুলাই ৪৬৭, ২৪ জুলাই ৪২৩, ২৫ জুলাই ২৩৪, ২৬ জুলাই ২৮৪, ২৭ জুলাই ১৭২, ২৮ জুলাই ১৩১, ২৯ জুলাই ১০৫, ৩০ জুলাই ১৩৪ ও ৩১ জুলাই ৭৬ জনকে কারাগারে পাঠানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের ব্যবহার করে বনানী সেতু ভবনে হামলার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ছয়জনকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
অন্যদিকে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ওরফে ভিপি নুর ও বিএনপি সমর্থক মাহমুদুস সালেহীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অপর একটি আদালত।
রিজভী ছাড়াও অন্য যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এম এ সালাম।
ঢাকার আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম ছয়জনের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মেট্রোরেলের কাজীপাড়া স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় এই ছয়জনকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর বনানী সেতু ভবনে হামলার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাঈদ রিজভীসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। একই সঙ্গে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
পরে তাঁদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে এই আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই নিয়ে এই ছয়জনকে তৃতীয় দফা রিমান্ডে নেওয়া হলো।
ভিপি নুর কারাগারে:
গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ওরফে ভিপি নুর ও বিএনপি সমর্থক মাহমুদুস সালেহীনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২৮ জুলাই এই দুজনকে রাজধানীর কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলার মামলায় পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়। রিমান্ড শেষে আজ তাঁদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
এঁদের নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, এমনকি রিমান্ডের আবেদন করা হয়নি। পরে শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভিপি নুর ও মাহমুদুস সালেহীনকে দুই দফা রিমান্ডে নেওয়ার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
একই মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং গাজীপুর জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফারুকীকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তাঁদেরও পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মহিদুল আলম।
আরও ৬৩ জন কারাগারে:
আদালত সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানায় গ্রেপ্তার আরও ৬৩ জনকে আদালতে হাজির করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২১ জুলাই ১১৯ জন, ২২ জুলাই ৩৫৫, ২৩ জুলাই ৪৬৭, ২৪ জুলাই ৪২৩, ২৫ জুলাই ২৩৪, ২৬ জুলাই ২৮৪, ২৭ জুলাই ১৭২, ২৮ জুলাই ১৩১, ২৯ জুলাই ১০৫, ৩০ জুলাই ১৩৪ ও ৩১ জুলাই ৭৬ জনকে কারাগারে পাঠানো হয়।

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
৬ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
৮ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
২৬ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে