নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিদগ্ধের ঘটনায় এ পর্যন্ত শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ২২ জনকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে হাবীব খান গতকাল শুক্রবার রাতে মারা গেছেন। তিনজনকে আইসিইউতে এবং দুজনকে এইচডিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউয়ের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মহিলা মাদ্রাসায় কাজ করতেন মারুফা বেগম। প্রায় ছয় মাস পর মাদ্রাসা থেকে দুই মেয়েকে নিয়ে বরগুনার পাথরঘাটায় বাড়িতে যাচ্ছিলেন তিনি। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি মারুফা আক্তারের। তিনি এখন আইসিইউতে লাইফ সাপোর্টে।
লঞ্চে অগ্নিকাণ্ডের পর শাহিনুর বেগম স্বপ্না পরিবারের সবাইকে হারিয়ে একপর্যায়ে পানিতে লাফিয়ে পড়েন। তিনি ভালো সাঁতার জানতেন। কিন্তু পরিবারের আর কেউ সাঁতার জানত না। স্বপ্না কিছু দূর সাঁতরে একটা ভাঙা পিলারে এসে পড়ে ছিলেন। পরে তাঁকে একটি ট্রলার উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। সেখান থেকে তাঁকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়। তিনি এখন শেখ হাসিনা বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে আছেন। তাঁর মেয়ে ইসরাত জাহান এবং স্বামী বাচ্চু মিয়াও জাতীয় বার্ন ইউনিটে ভর্তি।
দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, ‘শাহিনুর বেগমের শরীরের ২৫ শতাংশসহ শ্বাসনালি পুড়ে গেছে।’
এ ছাড়া বিকেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মণিকা রানি নামে একজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মণিকা রানির স্বামী বঙ্কিম চন্দ্র মজুমদারও বার্ন ইউনিটে ভর্তি।
এইচডিইউতে ভর্তি জেসমিন বেগম (২৮) নানি মারা যাওয়ায় তাঁকে দেখতে এসেছিলেন। কিন্তু বাড়ি ফিরতে পারেননি। ফেরার পথে ছেলে-মেয়েসহ লঞ্চে অগ্নিদগ্ধ হন। বরিশাল থেকে ঢাকা আসার পথেই মেয়ে মাহিনুর (৭) মারা যায়। জন্মের আগে মায়ের পেটেই মারা গেছে তাঁর আরেক মেয়ে। আজ সকালে তাঁর মৃত সন্তান গর্ভপাত করানো হয়েছে। জেসমিনের ছেলে তামিমের (১০) অবস্থাও আশঙ্কাজনক। মায়ের সঙ্গেই এইচডিইউতে ভর্তি আছে তামিম।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ড. আইয়ুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত যারা ভর্তি আছে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে আমরা ৭টি মেডিকেল টিম করেছি। যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক তাদের আইসিইউ ও এইচডিইউতে পাঠানো হয়েছে। দুজনের অবস্থা বেশি খারাপ হওয়ায় লাইফ সাপোর্টে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী জেসমিন বেগমের গর্ভের সন্তানকে গর্ভপাত করানো হয়েছে।’

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিদগ্ধের ঘটনায় এ পর্যন্ত শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ২২ জনকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে হাবীব খান গতকাল শুক্রবার রাতে মারা গেছেন। তিনজনকে আইসিইউতে এবং দুজনকে এইচডিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউয়ের দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মহিলা মাদ্রাসায় কাজ করতেন মারুফা বেগম। প্রায় ছয় মাস পর মাদ্রাসা থেকে দুই মেয়েকে নিয়ে বরগুনার পাথরঘাটায় বাড়িতে যাচ্ছিলেন তিনি। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি মারুফা আক্তারের। তিনি এখন আইসিইউতে লাইফ সাপোর্টে।
লঞ্চে অগ্নিকাণ্ডের পর শাহিনুর বেগম স্বপ্না পরিবারের সবাইকে হারিয়ে একপর্যায়ে পানিতে লাফিয়ে পড়েন। তিনি ভালো সাঁতার জানতেন। কিন্তু পরিবারের আর কেউ সাঁতার জানত না। স্বপ্না কিছু দূর সাঁতরে একটা ভাঙা পিলারে এসে পড়ে ছিলেন। পরে তাঁকে একটি ট্রলার উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। সেখান থেকে তাঁকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়। তিনি এখন শেখ হাসিনা বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে আছেন। তাঁর মেয়ে ইসরাত জাহান এবং স্বামী বাচ্চু মিয়াও জাতীয় বার্ন ইউনিটে ভর্তি।
দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, ‘শাহিনুর বেগমের শরীরের ২৫ শতাংশসহ শ্বাসনালি পুড়ে গেছে।’
এ ছাড়া বিকেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মণিকা রানি নামে একজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মণিকা রানির স্বামী বঙ্কিম চন্দ্র মজুমদারও বার্ন ইউনিটে ভর্তি।
এইচডিইউতে ভর্তি জেসমিন বেগম (২৮) নানি মারা যাওয়ায় তাঁকে দেখতে এসেছিলেন। কিন্তু বাড়ি ফিরতে পারেননি। ফেরার পথে ছেলে-মেয়েসহ লঞ্চে অগ্নিদগ্ধ হন। বরিশাল থেকে ঢাকা আসার পথেই মেয়ে মাহিনুর (৭) মারা যায়। জন্মের আগে মায়ের পেটেই মারা গেছে তাঁর আরেক মেয়ে। আজ সকালে তাঁর মৃত সন্তান গর্ভপাত করানো হয়েছে। জেসমিনের ছেলে তামিমের (১০) অবস্থাও আশঙ্কাজনক। মায়ের সঙ্গেই এইচডিইউতে ভর্তি আছে তামিম।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ড. আইয়ুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত যারা ভর্তি আছে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে আমরা ৭টি মেডিকেল টিম করেছি। যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক তাদের আইসিইউ ও এইচডিইউতে পাঠানো হয়েছে। দুজনের অবস্থা বেশি খারাপ হওয়ায় লাইফ সাপোর্টে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী জেসমিন বেগমের গর্ভের সন্তানকে গর্ভপাত করানো হয়েছে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৪১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে