সাভার (ঢাকা) প্রতিনিধি

বিএনপির সময় সারা দেশের যা বাজেট ছিল, বর্তমানে আমার এক শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দই তার চেয়ে বেশি। ফলে বিএনপির কাছে আমাদের বাজেটকে ‘উচ্চাভিলাষী’ বলে মনে হতেই পারে।
আজ শুক্রবার সন্ধ্যায় সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটোরিয়ামে ওস্তাদ লিও জে বাড়ৈ স্মৃতিপদক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘তারাতো (বিএনপি) কোনো কাজ করেনি। আর করতে পারেনি বলেই জনগণ তাঁদের প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ সরকার পারে, শেখ হাসিনা পারে। আর পারে বলেই অর্থনৈতিকভাবে শুধু নয়, সকল দিক থেকে আজ বাংলাদেশ মর্যাদাপূর্ণস্থানে এসে পৌঁছেছে। আজকের এই বাজেট সেই সব ক্ষমতার একটি প্রমাণ।’
বর্তমান সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না বিএনপির এমন বক্তব্যের জবাবে ডা. দীপু মনি বলেন, ‘এ রকম কথা তারা প্রায়ই বলে। তাতে কোনো কিছু যায় আসে না। দেশে আইন আছে, সংবিধান আছে। সেই অনুযায়ী যথাযথভাবে মানুষের ইচ্ছা অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশের সকল দল অংশগ্রহণ করবে। এটাই আমরা প্রত্যাশা করি।’
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাভার পৌর মেয়র আব্দুল গণি, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ড. লীনা তাপসী খান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ওস্তাদ লিও জে বাড়ৈ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জুলিয়েট সুসমিতা বাড়ৈসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষামন্ত্রী বেশ কয়েকজন গুণী মানুষকে সম্মাননা প্রদান করেন।
এর আগে নুরুল ইসলাম রানা পরিচালিত ওস্তাদ লিউ জে বাড়ৈ স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র ‘আলোর দিশারী’ ওস্তাদ লিউ জে বাড়ৈয়ের প্রদর্শনী, ওস্তাদ লিউ জে বাড়ৈয়ের লেখা সঙ্গীতাঞ্জলি বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওস্তাদ লিউ জে বাড়ৈয়ের সংগীত চর্চাসহ এই সংগীতে অবদান রাখায় চারজনকে পদক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্মৃতি পদক প্রাপ্তরা হলেন-বিশিষ্ট গুণীজন ওস্তাদ করিম শাহাবুদ্দিন (সংগীতশিল্পী), আব্দুল কাদের তালুকদার (সাংস্কৃতিক ব্যক্তিত্ব), পারভিন ইসলাম (সাংস্কৃতিক ব্যক্তিত্ব) ও অনিমা মুক্তি গোমেজ (সংগীতশিল্পী)।

বিএনপির সময় সারা দেশের যা বাজেট ছিল, বর্তমানে আমার এক শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দই তার চেয়ে বেশি। ফলে বিএনপির কাছে আমাদের বাজেটকে ‘উচ্চাভিলাষী’ বলে মনে হতেই পারে।
আজ শুক্রবার সন্ধ্যায় সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটোরিয়ামে ওস্তাদ লিও জে বাড়ৈ স্মৃতিপদক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘তারাতো (বিএনপি) কোনো কাজ করেনি। আর করতে পারেনি বলেই জনগণ তাঁদের প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ সরকার পারে, শেখ হাসিনা পারে। আর পারে বলেই অর্থনৈতিকভাবে শুধু নয়, সকল দিক থেকে আজ বাংলাদেশ মর্যাদাপূর্ণস্থানে এসে পৌঁছেছে। আজকের এই বাজেট সেই সব ক্ষমতার একটি প্রমাণ।’
বর্তমান সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না বিএনপির এমন বক্তব্যের জবাবে ডা. দীপু মনি বলেন, ‘এ রকম কথা তারা প্রায়ই বলে। তাতে কোনো কিছু যায় আসে না। দেশে আইন আছে, সংবিধান আছে। সেই অনুযায়ী যথাযথভাবে মানুষের ইচ্ছা অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশের সকল দল অংশগ্রহণ করবে। এটাই আমরা প্রত্যাশা করি।’
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাভার পৌর মেয়র আব্দুল গণি, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ড. লীনা তাপসী খান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, ওস্তাদ লিও জে বাড়ৈ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জুলিয়েট সুসমিতা বাড়ৈসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষামন্ত্রী বেশ কয়েকজন গুণী মানুষকে সম্মাননা প্রদান করেন।
এর আগে নুরুল ইসলাম রানা পরিচালিত ওস্তাদ লিউ জে বাড়ৈ স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র ‘আলোর দিশারী’ ওস্তাদ লিউ জে বাড়ৈয়ের প্রদর্শনী, ওস্তাদ লিউ জে বাড়ৈয়ের লেখা সঙ্গীতাঞ্জলি বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওস্তাদ লিউ জে বাড়ৈয়ের সংগীত চর্চাসহ এই সংগীতে অবদান রাখায় চারজনকে পদক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্মৃতি পদক প্রাপ্তরা হলেন-বিশিষ্ট গুণীজন ওস্তাদ করিম শাহাবুদ্দিন (সংগীতশিল্পী), আব্দুল কাদের তালুকদার (সাংস্কৃতিক ব্যক্তিত্ব), পারভিন ইসলাম (সাংস্কৃতিক ব্যক্তিত্ব) ও অনিমা মুক্তি গোমেজ (সংগীতশিল্পী)।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে